প্যারিস: ফরাসি শিক্ষকের গলা কেটে হত্য়ার তীব্র নিন্দা, কট্টরপন্থী ইসলামের বিরোধিতা, সমালোচনা করে মুসলিম দেশগুলির প্রবল ক্ষোভের নিশানা হয়ে উঠেছেন এমান্য়ুয়েল ম্য়াক্রঁ। তার মধ্যেই আল জাজিরাকে দেওয়া সাক্ষাত্কারে ফরাসি প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি বুঝতে পারছেন, পয়গম্বর হজরত মহম্মদের ব্যঙ্গচিত্রে মুসলিমরা আঘাত পেয়েছেন, কিন্তু তা বলে হিংসা কখনই বরদাস্ত করা যায় না। রাষ্ট্রপ্রধান হিসাবে স্বাধীনতা, অধিকার রক্ষা তাঁর কর্তব্যের মধ্যে পড়ে।

ফ্রান্সে সাম্প্রতিক ইসলামি কট্টরপন্থার বহিঃপ্রকাশ কেবলমাত্র ক্লাসে পড়ানোর সময় মহম্মদের কার্টুন দেখানোয় শিক্ষককে প্রকাশ্যে গলা কেটে হত্যাতেই সীমাবদ্ধ থাকেনি, তারপরও নিসে শহরে গির্জায় ঢুকে এক মহিলার মাথা কেটে নেওয়া সহ  ছুরি হামলায়  তিনজনকে হত্যা করেছে সন্দেহভাজন ইসলামি মৌলবাদী।

এই প্রেক্ষাপটেই ম্য়াক্রঁ বলেছেন, বুঝতে পারছি, ব্যঙ্গচিত্র লোকজনকে আঘাত করেছে। কিন্তু এটা কখনই মানব না, হিংসা ন্যায়সঙ্গত হতে পারে। আমাদের স্বাধীনতা, অধিকার রক্ষা করা কর্তব্য বলে মনে করি।

ফরাসি অভ্যন্তরীণমন্ত্রী গেরাল্ড দামারিন হুঁশিয়ারি দিয়েছেন, ফ্রান্স ইসলামি আদর্শের সঙ্গে লড়ছে। আরও হামলা হতে পারে। নিসের হামলার নিন্দা করে ম্য়াক্রঁ সন্ত্রাসবাদ মোকাবিলায় নতুন ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করে বলেছেন, প্রতিরক্ষা পর্ষদের বৈঠকেই সিদ্ধান্ত গৃহীত হবে। ধর্মস্থান, স্কুল সহ গুরুত্বপূর্ণ স্থান রক্ষায় সেনা মোতায়েন করা হবে বলেও জানান তিনি।

চেচেন মুসলিমের হাতে নিহত হওয়া শিক্ষক স্যামুয়েল পেটির প্রতি শ্রদ্ধায় ফ্রান্সের সরকারি ভবনের গায়ে পয়গম্বরের বিতর্কিত কার্টুন প্রদর্শন, বিশ্বব্যাপী ইসলাম আজ সঙ্কটে রয়েছে বলে মন্তব্য করে মুসলিম বিশ্বের রোষের মুখে ফরাসি প্রেসিডেন্ট। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া সমেত  একাধিক দেশে মুসলিমরা তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে  দিয়েছেন। তাতে ঘৃতাহুতি দিয়েছেন মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মহাথির মহম্মদ। অতীতের  গণহত্যার জবাবে মুসলিমদেরও ক্ষেপে গিয়ে লাখ লাখ ফরাসিকে হত্যার অধিকার আছে বলে বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। যদিও পরে তিনি সাফাই দেন, তাঁর মন্তব্যকে সঠিক প্রেক্ষাপটে বিচার করা হয়নি।  ওই পোস্ট মুছে দেওয়ায় ফেসবুক, ট্যুইটারেরও তীব্র নিন্দা করেন তিনি। ট্যুইটার জানিয়েছে, হিংসাকে  গৌরবান্বিত করেছেন মহাথির।