কলকাতা: বিগত কিছুদিন ধরেই রাজ্যের বিভিন্ন স্থানে স্পেশ্যাল ট্রেনগুলিতে উঠতে চেয়ে যাত্রীদের বিক্ষোভের ঘটনা ঘটেছে। এদিনও যাত্রীদের বিক্ষোভ ঘিরে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে হাওড়া স্টেশন চত্বর। এ ধরনের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার। আলোচনা চেয়ে রেলকে চিঠি রাজ্যের। লোকাল ট্রেন চালাতে রেলকে চিঠি রাজ্যের। পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে চিঠি দিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র বিভাগ।




স্বরাষ্ট্র বিভাগ ট্যুইটে লিখেছে, রেল স্টেশনগুলিতে যাত্রীদের ছত্রভঙ্গ করতে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, তা নিয়ে রাজ্য উদ্বিগ্ন। সকাল ও বিকেলে সাধারণ যাত্রীদের জন্য কয়েক জোড়া ট্রেন চালানোর জন্য আলোচনা চেয়ে রেলকে চিঠি দেওয়া হয়েছে।