গরু পাচারে বাধা দিয়েছিলেন, কালিয়াচকে পিটিয়ে মারা হল প্রতিবাদীকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Dec 2020 08:20 AM (IST)
পুলিশ ৩ জনকে আটক করেছে।
NEXT
PREV
মালদা: গরু পাচারের প্রতিবাদ করায় মালদার কালিয়াচকে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করল ৫ দুষ্কৃতী। মৃতের নাম শ্যামাচরণ মণ্ডল। তাঁর পরিবারের অভিযোগ, গরু পাচারে বাধা দেওয়ার কারণেই মঙ্গলবার রাতে জনাকয়েক দুষ্কৃতী বাঁশ ও ইট দিয়ে প্রচণ্ড মারধর করে তাঁকে।
শ্যামাচরণবাবুর পরিবারের দাবি, তাঁদের বাড়ির পাশের রাস্তা দিয়েই পাচারের জন্য গরু নিয়ে যেত দুষ্কৃতীরা। সম্প্রতি এ নিয়ে প্রতিবাদ জানান শ্যামাচরণ। সেই কারণে তাঁকে ইট আর বাঁশ দিয়ে মেরে ক্ষতবিক্ষত করে দেয় ৫ দুষ্কৃতী। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এ নিয়ে গতকাল কালিয়াচক থানায় ৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে মৃতের পরিবার। পুলিশ ৩ জনকে আটক করেছে।
মালদা: গরু পাচারের প্রতিবাদ করায় মালদার কালিয়াচকে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করল ৫ দুষ্কৃতী। মৃতের নাম শ্যামাচরণ মণ্ডল। তাঁর পরিবারের অভিযোগ, গরু পাচারে বাধা দেওয়ার কারণেই মঙ্গলবার রাতে জনাকয়েক দুষ্কৃতী বাঁশ ও ইট দিয়ে প্রচণ্ড মারধর করে তাঁকে।
শ্যামাচরণবাবুর পরিবারের দাবি, তাঁদের বাড়ির পাশের রাস্তা দিয়েই পাচারের জন্য গরু নিয়ে যেত দুষ্কৃতীরা। সম্প্রতি এ নিয়ে প্রতিবাদ জানান শ্যামাচরণ। সেই কারণে তাঁকে ইট আর বাঁশ দিয়ে মেরে ক্ষতবিক্ষত করে দেয় ৫ দুষ্কৃতী। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এ নিয়ে গতকাল কালিয়াচক থানায় ৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে মৃতের পরিবার। পুলিশ ৩ জনকে আটক করেছে।
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -