নয়া দিল্লি: ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিতদের জন্য প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করুন। যাঁরা এই রোগে আক্রান্ত হয়েছেন, তাঁদের বিনামূল্যে চিকিৎসা দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা চিঠিতে এমনই আর্জি জানালেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গাঁধী।


কোভিডের সঙ্গে সঙ্গে এখন দেশের চিন্তা বাড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিস। শনিবার যা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন সনিয়া গাঁধী। চিঠিতে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী লিখেছেন, লিপোসোমাল অ্যামফোটেরিসিন-বি ওষুধের অভাব দেখা দিয়েছে। এই ওষুধ ব্ল্যাক ফাঙ্গাস রোগের চিকিৎসায় কাজে লাগে। তাই অবিলম্বে এটি জোগাড়ের ব্যবস্থা করুন। 


পাশাপাশি কেন্দ্রীয় সরকারের আয়ূষ্মান ভারত প্রকল্প নিয়ে প্রশ্ন তোলেন সনিয়া। তিনি জানান, মোদি সরকারের স্বাস্থ্যবিমায় ব্ল্যাক ফাঙ্গাসের মতো মহামারী কভার করা হয় না। আয়ূষ্মান ভারত ছাড়া অন্য প্রায় সব স্বাস্থ্যবিমা কোম্পানিও এই মহামারী নিয়ে একই নীতি নিয়েছে। এই দিকে যেন নজর দেন প্রধানমন্ত্রী। 


যদিও ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রী ডিভি সদানন্দ গৌড়া বলেন, ''দেশে ব্ল্যাক ফাঙ্গাস ও মিউকরমাইকোসিসের বৃদ্ধির ফলে ২৩,৬৮০টি অতিরিক্ত অ্যামফোটেরিসিন-বি ভায়াল সব রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে পাঠানো হচ্ছে। দেশে ৮৮৪৮ জন রোগীর ভিত্তিতে পাঠানো হচ্ছে এই ভায়ালগুলি।'' কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, কোভিড জয়ী অথবা করোনা থেকে সুস্থ হওয়ার দিকে, এমন রোগীদের মধ্যেই ব্ল্যাক ফাঙ্গাস পাওয়া যাচ্ছে।


এদিনই ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে মোদি সরকারকে একহাত নিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। ট্যুইটে রাহুল লিখেছেন, ''একমাত্র ভারতেই মোদি সরকারের অকর্মণ্যতার কারণে কোভিডের সঙ্গে ব্ল্যাক ফাঙ্গাসের মতো সংক্রমণ ছড়িয়ে পড়েছে। করোনাকালে এখন ভ্যাকসিন ও ওষুধের অভাবে ধুঁকছে দেশবাসী। মোদি সরকার সেখানে সবাইকে হাতে তালি ও বাসন বাজাতে বলছে।'' 


সম্প্রতি ব্ল্যাক ফাঙ্গাস বা 'মিউকরমাইকোসিস' রোধে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। অবিলম্বে ফাঙ্গাস রুখতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে কেন্দ্র। পরামর্শ চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ লিখেছেন, কোভিড হাসপাতালগুলিতে 'মিউকরমাউকোসিস' রুখতে বিশষে নজরদারি চালানো হোক। এ প্রসঙ্গে 'হসপিটাল ইনফেকশন কন্ট্রোল কমিটি' গড়ার কথা বলেছেন স্বাস্থ্যসচিব।