নিউ দিল্লি : করোনা পজিটিভিটির হার কমছে। ১০ মে যেখানে পজিটিভিটির হার ছিল ২৪.৮৩ শতাংশ, ২২ মে তা কমে হয়েছে ১২.৪৫ শতাংশ। আজ একথা জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।


আজ এক সাংবাদিক বৈঠকে নীতি আয়োগের সদস্য(স্বাস্থ্য) ভিকে পল বলেন, সার্বিকভাবে সংক্রমণ কমলেও, এখনও দেশের ৩৮২টি জেলায় পজিটিভিটির হার ১০ শতাংশের বেশি। করোনা পরিস্থিতি স্থিতিশীল হচ্ছে। পজিটিভিটির হার, দৈনিক সংক্রমণ ও সক্রিয় আক্রান্তের সংখ্যা কমছে। 


সাংবাদিক বৈঠকে মন্ত্রকের জয়েন্ট সেক্রটারি লাভ আগরওয়াল জানান, আটটি রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১ লক্ষর বেশি। ১৮ টি রাজ্যে পজিটিভিটির হার ১৫ শতাংশের বেশি। 


অন্যদিকে ভ্যাকসিন অপচয়ের বিষয়টি সাংবাদিক বৈঠকে উঠে আসে। এব্যাপারে মন্ত্রকের তরফে বলা হয়, কোভিশিল্ড অপচয়ের সংখ্যা ১ মার্চ ছিল ৮ শতাংশ। তা থেকে কমে হয়েছে ১ শতাংশ। একই সময়ে কোভ্যাকসিন অপচয় ১৭ শতাংশ থেকে কমে ৪ শতাংশ হয়েছে।


এদিকে করোনার তৃতীয় ঢেউ নিয়ে উদ্বেগ বাড়ছে। তৃতীয় ঢেউয়ে শিশুরা আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে হচ্ছে। আজ সাংবাদিক বৈঠকে শিশুদের সংক্রমণের বিষয়টি উঠে আসে। এপ্রসঙ্গে নীতি আয়োগের সদস্য ভিকে পল জানান, শিশুরা করোনা ভাইরাস ছড়াতে পারে। কিন্তু, তাদের প্রায়ই কম উপসর্গ থাকে। মৃত্যুও কম। তাছাড়া তারা যাতে করোনা শৃঙ্খলের শিকার না হয়, সেই বিষয়টি আমাদের নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, দ্বিতীয় ঢেউয়ে শিশুদের মধ্যে সংক্রমণ বেড়েছে।


তবে আশার কথা, দেশে গত ছয় দিন ধরে করোনা সংক্রমণের সংখ্যা ৩ লক্ষর কম। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২.৫৭ লক্ষ আক্রান্ত হয়েছেন। এনিয়ে দেশে মোট আক্রান্ত  ২ কোটি ৬২ লক্ষ ৮৯ হাজার ২৯০। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ১৯৪ জনের। এনিয়ে দেশে মোট মৃত ২ লক্ষ ৯৫ হাজার ৫২৫। এদিকে সক্রিয় আক্রান্তে সংখ্যা ২৯ লক্ষ ২৩ হাজার ৪০০।