অমৃতসর: ‘আমার পক্ষে এটা গভীর অপমানের। এই ঘটনার জন্য আমি লজ্জিত ও ক্ষমা প্রার্থনা করছি’- জালিয়ানওয়াবাগের ভিজিটারস বুকে এই কথা লিখলেন ক্যান্টরবেরির আর্চবিশপ।

১০ দিনের জন্য ভারত ভ্রমণে এসেছেন ক্যান্টরবেরির আর্চবিশপ রেভারেন্ড জাস্টিন ওয়েলবি। এই সফরে কলকাতা সহ ভারতের একাধিক জায়গা ঘুরে দেখেছেন তিনি।  ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের স্থানও পরিদর্শনে যান রেভারেন্ড জাস্টিন ওয়েলবি।

বর্তমান অমৃতসরে স্বর্ণমন্দিরের কাছেই সংরক্ষিত রয়েছে জালিয়ানওয়ালাবাগের সেই অভিশপ্ত চত্বর। এখনও ইটের গায়ে , বাড়ি ও স্থাপত্যের দেওয়ালে বুলেটের চিহ্ন স্পষ্ট। ইংরেজ শাসনকালে ডায়ারের আদেশে এখানেই নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছিল বহু নিরপরাধ ভারতীয়কে।

সেই ভয়াবহ হত্যালীলার চিহ্ন প্রত্যক্ষ করে আবেগতাড়িত  জাস্টিন ভিজিটারস বুকে লিখে দিয়ে যান, 'একশো বছর আগের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য আমি শোকস্তব্ধ ও গভীর লজ্জিত। সেই হত্যাকাণ্ডে মৃতদের পরিবার ও বংশধরদের জন্য আমি প্রার্থনা করছি। আমাদের উচিত ইতিহাস থেকে শিক্ষালাভ করা, হিংসাকে নির্মূল করা ও বিশ্বব্যাপী শান্তি বজায় রাখা।’




তিনি বলেন, ‘আমি ব্রিটিশ সরকারের পক্ষে এবিষয়ে কোনও কথা বলতে পারি না। কিন্তু আমি যীশুর নামে শপথ করে বলতে পারি এই স্থান পাপ ও মুক্তির। আমি এখানে এসে যা অনুভব করলাম তা আমি ব্রিটিশ সরকারের কাছে অবশ্যই পৌঁছে দেব। ব্রিটিশ সৈন্যরা যে পাপ এখানে করেছিল আমি তার জন্য অনুতপ্ত।’ নিজের টুইটার থেকে এই বিষয়ক একাধিক টুইটও করেন তিনি।




এইদিন অমৃতসরের বিখ্যাত স্বর্ণমন্দির ও শিখদের পবিত্র স্থান অকাল তক্ত পরিদর্শন করেন তিনি।