মুম্বই: প্রিয়ঙ্কা চোপড়া আর ফারহান আখতারের ছবি পোস্ট করে মহারাষ্ট পুলিশের তরফ থেকে টুইট, তাতে লেখা- ‘ভারতীয় দণ্ডবিধির ৩৯৩ ধারা অনুযায়ী সাত বছরের জেল!’ সেই টুইটটি রিটুইট করে প্রিয়ঙ্কা লিখলেন, ‘হাতেনাতে ধরা পড়ে গিয়েছি’। প্রিয়ঙ্কার এই টুইটটি আবার রিটুইট করেন ফারহান। লেখেন- ‘ক্যামেরার সামনে আর কিছুই প্ল্যান করা যাবে না।’





গোটা ঘটনার সূত্রপাত ফারহান প্রিয়ঙ্কার নতুন ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’- এর ট্রেলার থেকে। গতকালই রিলিজ হওয়া এই ট্রেলার ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে ভক্তদের মধ্যে। এই ট্রেলারেই একটি অংশে প্রিয়ঙ্কাকে বলতে শোনা গিয়েছে, ‘একবার আয়েশা ঠিক হয়ে গেলে আমরা ব্যাঙ্ক ডাকাতি করবো’।

এই অংশটি ব্যবহার করে একটি টুইট করে মহারাষ্ট পুলিশ। সঙ্গে লিখে দেন এই ধরনের অপরাধের সাজাও। এমনকি টুইটে উল্লেখ করা হয় ‘ভারতীয় দণ্ডবিধির বিশেষ ধারাটির কথাও।  অভিনব এই প্রচার ছিল জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে।




এই টুইটটি মজা করে রিটুইট করেন প্রিয়ঙ্কা। লেখেন, ‘হাতেনাতে ধরা পড়ে গেছি, এবার অন্য পরিকল্পনা করতে হবে।’ টুইটটি তিনি ট্যাগ করেন ছবির নায়ক ফারহান আখতারকেও। তিনি উত্তরে ততধিক মজা করে ধরা পড়ার জন্য দায়ী করেন ক্যামেরা কে।




প্রিয়ঙ্কা ও ফারহান ছাড়াও 'দ্য স্কাই ইজ পিঙ্ক' ছবিতে দেখা যাবে জায়রা ওয়াসিম ও রোহিত শ্রফকে। ছবিটি পরিচালনা করেছেন সোনালী বসু। লেখিকা ও বক্তা আয়েশা চৌধুরীর জীবনী নিয়ে তৈরী হয়েছে এই ছবি।