পাবজি খেলতে যাঁরা ভালোবাসতেন তাঁদের জন্য সুখবর। পাবজি ইন্ডিয়াকে কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রক একটি কোম্পানি হিসাবে নথিভুক্ত করেছে। সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে খুব ভাইরাল হয়ে গিয়েছে পাবজি মোবাইল ইন্ডিয়া ট্রেলার।কোম্পানির পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে যে ভাইরাল হয়ে যাওয়া ট্রেলারটি নকল। কোম্পানি নিজে থেকে এখনও কোনও অফিসিয়াল ট্রেলার লঞ্চ করেনি।
পাবজি মোবাইল ইন্ডিয়ায় তরফে কিছু টিজার লঞ্চ করা হয়েছিল তাদের নিজস্ব ওয়েবসাইটে, যা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় দেখা যেতে পারে। কিন্তু টিজারে পাবজির লঞ্চিং ডেট সম্পর্কে কোনও স্পষ্ট ধারণা দেওয়া হয়নি। এর কারণ, সংস্থার তরফে এখনও কোনও নির্দিষ্টি লঞ্চিংয়ের তারিখ ঘোষণা করা হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে অনেক ভুয়ো খবর ছড়িয়ে পড়ছে।
একটি সূত্র অনুসারে বেঙ্গালুরুতে গত ২১ নভেম্বর পাবজিকে একটি কোম্পানি হিসেবে রেজিস্টার করা হয়েছে। জানা যাচ্ছে, পাবজি ইন্ডিয়ায় যুগ্ম ডিরেক্টর করা হয়েছে কুমার কৃষ্ণণ আইয়ার এবং হিউনিল সোহনকে।ইতিমধ্যেই এই গেম খেলার জন্য প্রি-রেজিস্ট্রেশন পর্ব শুরু হয়ে গিয়েছে।
পাবজি খেলার জন্য অ্যান্ড্রয়েড বা আইওএস ব্যবহারকারীরা ট্যাপট্যাপ গেম শেয়ার কমিউনিটিতে প্রি রেজিস্ট্রেশন করতে পারেন। এই সুবিধা কেবলমাত্র কমিউনিটি সদস্যদের জন্যই রাখা হয়েছে।ইতিমধ্যেই রেজিস্ট্রেশন করে ফেলেছেন তিল লক্ষেরও বেশি মানুষ।এর রেটিং এখনই ৯.৮।
একটি সূত্রে জানা যাচ্ছে, পাবজি মোবাইল ইন্ডিয়া ব্যবহারকারীদের নতুন আইডি তৈরি করার প্রয়োজন হবে না। পুরনো আইডি দিয়েই খেলা যাবে। তবে সুরক্ষার জন্য একটি ভেরিফিকেশন কোড কোম্পানির তরফ থেকে ব্যবহারকারীর কাছে যাবে। এছাড়া, পাবজির ভারতীয় সংস্করণ গ্লোবাল ভার্সানের থেকে সামান্য আলাদা হবে, যা একটু অ্যাডভান্সড ভার্সান।