নয়াদিল্লি: রাজনীতিতে অপরাধীদের আনাগোনা কমাতে এবার উদ্যোগী হল সুপ্রিম কোর্ট। তারা নির্দেশ দিয়েছে, সব রাজনৈতিক দলকে তাদের প্রার্থীদের ক্রিমিন্যান রেকর্ড দলের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে, তারপর দেখাতে হবে তাঁকে ভোটে দাঁড় করানোর কারণ। একইভাবে সোশ্যাল মিডিয়াতেও এই রেকর্ড প্রকাশ করতে হবে।

শীর্ষ আদালতে একটি মামলা দায়ের হয়, তাতে বলা হয়, ২০১৮-র সেপ্টেম্বরে ভোট প্রার্থীদের অপরাধমূলক কার্যকলাপের কথা প্রকাশ করতে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দেয়, তা মানা হচ্ছে না। এ নিয়ে আজ বিচারপতি এফ নরিম্যানের বেঞ্চ রায় দিয়েছে, সবকটি রাজনৈতিক দলকে তাদের প্রার্থীদের অপরাধের রেকর্ড ফেসবুক, টুইটার ও একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ ও একটি জাতীয় মানের কাগজে প্রকাশ করতে হবে। প্রকাশ করতে হবে সংশ্লিষ্ট দলের ওয়েবসাইটে। তারপর ৭২ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনে জানাতে হবে ফৌজদারি মামলার রেকর্ড থাকা সত্ত্বেও কেন তারা ওই প্রার্থীকে ভোটে লড়ার টিকিট দিচ্ছে। যদি কোনও দল তা না করে, তবে নির্বাচন কমিশনকে তা জানাতে হবে শীর্ষ আদালতে।