কলকাতা: পুজোর আর মাত্র এক মাস। নিঃশ্বাস ফেলার সময় নেই প্রতিমা শিল্পীদের। ব্যস্ত প্যান্ডেল নির্মাণকারীরাও, বৃষ্টির চোখরাঙানি পাশ কাটিয়ে দ্রুত শেষ করতে হবে কাজ। প্রতি বছরের মত এবারও ব্যস্ত চেতলা অগ্রণী। তাদের শিল্পী অনির্বাণ ।





রবি কবি সেই কবেই বলে গিয়েছেন 'কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে'। আসলে কলকাতার একটা নিজস্ব ছন্দ আছে। নিজস্ব গতি আছে। শত উত্থান পতনেও সে গতি অপরিবর্তিত থাকে। কলকাতার সেই নিজস্ব ছন্দটাই ধরতে চেয়েছেন শিল্পী। ব্রিগেড, বইমেলা, চিংড়ি, ইলিশই হোক বা উত্তম-সুচিত্রা, ঢাকের বাদ্যি, ট্রামের ঘন্টি এমন সব পরিচিত জিনিসের মুখোমুখি হবেন দর্শকরা।