পুণে : বুধবার সকালে পুণের হিঞ্জাওয়াড়ি এলাকায় অফিস বাসেই পুড়ে খাক হয়ে যান ৪ যাত্রী। বেঘোরে প্রাণ চলে যায় অফিসের পথে। গুরুতর আহত হন বাসের অন্যান্য যাত্রীরা। দাউ দাউ করে জ্বলে ওঠে যাত্রীবাহী বাসটি। হাড়হিম করা ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুণের হিঞ্জাওয়াড়ি এলাকায়। এই ঘটনার তদন্তে নেমে যা উঠে এল, তা আরও ভয়াবহ। কোনও দুর্ঘটনা নয়, একেবারে পরিকল্পনা করে, ভেবেচিন্তেই আগুন লাগানো হয়েছে বাসটিতে। আর এই নৃশংস ঘটনার মাস্টারমাইন্ড বাস ড্রাইভারই । নেহাতই প্রতিহিংসার বশে এমন ঘৃণ্য ঘটনা ঘটিয়েছে সে। 


বৃহস্পতিবার পুণে পুলিশ জানায়,এটি কোনও দুর্ঘটনা নয় বরং বাস চালক জনার্দন হাম্বারদিকারের একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র ! পুলিশি তদন্তে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বেতন কাটা, কোম্পানির কর্মীদের প্রতি অসন্তোষ, কথা কাটাকাটি , এসব নিয়েই অসন্তোষ জন্মেছিল বাস ড্রাইভারের মনে। প্রতিশোধ নিতে বাসে আগুন ধরিয়ে দেয় চালক নিজেই । আর সেই আগুনেই ঝলসে যান ৪ অফিস যাত্রী। 


সিনিয়র পুলিশ ইন্সপেক্টর কানহাইয়া থোরাট জানান, বাস চালক ইচ্ছাকৃতভাবে গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল।  প্রতিশোধ নেওয়ার পর এটিকে দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছিল। 


পুলিশ তদন্তে জানা গেছে যে বাস চালক জনার্দন হাম্বারদেকর কোম্পানির সাথে পুরোনো শত্রুতা ছিল। দিনে দিনে সম্পর্ক তিক্ত হয়। কর্মচারীদের সঙ্গেও বাগবিতণ্ডা লেগে থাকত। এর মধ্যে বেতন বৃদ্ধি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে এই কাজটি করেছে সে । সূত্রের খবর, পরিকল্পনা মাফিক মঙ্গলবারই অভিযুক্ত চালক  এক লিটার রাসায়নিক এনে বাসে রেখেছিলেন। এছাড়াও, সিটের নিচে কিছু কাপড়ও রাখা ছিল। পরের দিন, বাসটি যখন হিঞ্জাওয়াড়ি ফেজ ওয়ান এলাকায় পৌঁছায়, তখন সে সেখানে আগে থেকে রাখা কাপড়গুলিতে আগুন ধরিয়ে দেয়। রাসায়নিক মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর, চালক তাৎক্ষণিকভাবে বাস থেকে লাফিয়ে নেমে পড়ে।  কিন্তু বাসের অন্যান্যরা বেরোতে পারেনি সময় মতো। আগুনে পুড়ে যান ৪ জন।


আগুনে বাস চালকও সামান্য আহত হয়েছেন। কিন্তু ড্রাইভারের হাবভাবে, পুলিশের সন্দেহ হয়েছিল আগেই। তাই টানা জিজ্ঞাসাবাদের মুখে সে দোষ স্বীকার করে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বাস চালক ইচ্ছাকৃতভাবে গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়  এবং এটিকে দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। আহতদের সকলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত একজনকে পুনের একটি বিশেষ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।