পুণে: বাইক-আরোহীদের ফুটপাথ দখল – গোটা দেশেই একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এমতাবস্থায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।





ভিডিওয় দেখা যাচ্ছে, এক মহিলা ফুটপাথে দাঁড়িয়ে সেখান দিয়ে চলা ও পার্কিং করা মোটরবাইক চালকদের নামিয়ে দিচ্ছেন রাস্তায়।

ঘটনাটি ঘটেছে পুণেতে। ভিডিওটি ভাইরাল হয়ে যায় নিমেষে। অনেকেই এই ভিডিওটি শেয়ার করেন। কেউ লেখেন- পুণের এই আন্টি অনেককেই অনুপ্রাণিত করবেন। দারুণ  করেছেন। কেউ লিখেছেন, বাইকারদের ধিক্কার যারা ফুটপাথ দিয়ে চালায়। দেখে খারাপ লাগছে যে একজন প্রবীণ নাগরিককে ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করতে হচ্ছে। অনেকে ট্রাফিক পুলিশের তীব্র সমালোচনাও করেন।





সম্প্রতি, মুম্বই পুলিশ একটি ভিডিও শেয়ার করেছে। সেখানে দেখা গিয়েছে, বিভিন্ন ট্রাফিক সিগন্যালে এমন প্রযুক্তি বসানো হয়েছে, যার ফলে, হর্নের মাত্রা একটা নির্দিষ্ট শব্দসীমার ওপরে উঠলেই, লালবাতির সময়সীমা আরও বেড়ে যাচ্ছে। ওই ভিডিওটিও দারুণ ভাইরাল হয়েছে।