পুণে: বাইক-আরোহীদের ফুটপাথ দখল – গোটা দেশেই একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এমতাবস্থায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।
ঘটনাটি ঘটেছে পুণেতে। ভিডিওটি ভাইরাল হয়ে যায় নিমেষে। অনেকেই এই ভিডিওটি শেয়ার করেন। কেউ লেখেন- পুণের এই আন্টি অনেককেই অনুপ্রাণিত করবেন। দারুণ করেছেন। কেউ লিখেছেন, বাইকারদের ধিক্কার যারা ফুটপাথ দিয়ে চালায়। দেখে খারাপ লাগছে যে একজন প্রবীণ নাগরিককে ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করতে হচ্ছে। অনেকে ট্রাফিক পুলিশের তীব্র সমালোচনাও করেন।