পুণে: দিল্লির নির্ভয়াকাণ্ডের ছায়া এবার মহারাষ্ট্রের পুণেতে। ২৬ বছরের তরুণীকে বাসের মধ্যে ধর্ষণের অভিযোগ। অভিযুক্তকে শনাক্ত করা গেলেও ৫০ ঘণ্টার বেশি সময় ধরে তার হদিশ মেলেনি। 


সোমবার সকালে কর্মস্থল থেকে বাড়ি ফেরার জন্য পুণের স্বরগেট ডিপোতে বাসের অপেক্ষায় দাঁড়িয়েছিলেন ওই তরুণী। অভিযোগ, কোন বাস আগে ছাড়বে তা বলে দেওয়ার অছিলায় তরুণীকে দাঁড়িয়ে থাকা একটি বাসে উঠতে বলে অভিযুক্ত। বাসের মধ্যেই তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত দত্তাত্রেয় রামদাস গারের খোঁজ চালাচ্ছে পুণে পুলিশ। ১৩ জনের তদন্তকারী দল গঠন করা হয়েছে। নিরাপত্তায় গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে পুণের বাস ডিপোর ম্যানেজার-সহ ২৩ জন নিরাপত্তা কর্মীকে।


আরও পড়ুন: Weather Update: চড়ছে পারদ, সপ্তাহান্তেই ৩০ পেরোবে এই জেলার তাপমাত্রা! ঠান্ডায় কাঁপছে উত্তরবঙ্গ