পার্থ প্রতিম ঘোষ, অমৃতসর: সীমান্তে সংঘর্ষবিরতির আবহেই এবার দেশের একাধিক জায়গায় জারি করা হয়েছে। যার মধ্যে রয়েছে অমৃতসর। ভারত-পাক সীমানা লাগোয়া রাজ্য পঞ্জাবেও পাক আগ্রাসন লক্ষ্য করা গিয়েছে। তাই বিপদ এড়াতে পঞ্জাবের অমৃতসরে হাই অ্যালার্ট (Amritsar High Alert) জারি করা হয়েছে। 

হাই অ্যালার্ট জারি অমৃতসরে: ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহে, অমৃতসরে হাই অ্যালার্ট জারি। সকালেও বাজল সাইরেন। পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছেন অমৃতসরের DC. তবে আমজনতাকে বাড়ির ভিতরে এবং বারান্দা বা জানলার কাছে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। গতকাল পাঞ্জাবে ব্ল্যাকআউট হয়। আজ সকাল থেকে রাস্তাঘাট ফাঁকা। অমৃতসর, আম্বালা-সহ সেনা ক্যান্টনমেন্ট এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে। শ্রীগুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে ভারত-পাক উত্তেজনার আবহে পাঞ্জাবে বড়সড় নাশকতার ছক বানচাল। BSF ও পাঞ্জাব গ্রামীণ পুলিশের তৎপরতায় অমৃতসরে আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র ও বিস্ফোরক। ২ কেজি ৭০০ গ্রাম উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, যার মধ্যে ৯৭২ গ্রাম RDX রয়েছে। এছাড়া, ২টি হ্যান্ড গ্রেনেড, ২টি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৩০ রাউন্ড গুলি, ২টি ডিটোনেটর, ৮টি ব্যাটারি, ব্ল্যাকবক্স এবং IED সার্কিট। ধাতব তারে জড়ানো হলুদ প্যাকেটের মধ্যে ছিল অস্ত্র এবং বিস্ফোরক। অমৃতসরের আজনালা থানার চকবালা গ্রামের কাছে চাষের জমি থেকে এই অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়। পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে অস্ত্র ও বিস্ফোরক পাচার করা হয়েছে BSF জানিয়েছে।                                                                     

পঞ্জাবের মতো প্রায় একই পরিস্থিতি ভারত-পাকিস্তান সীমানা আরেক রাজ্যেও। গুজরাতেও রাতভর ব্ল্যাকআউট চলেছে। সংঘর্ষবিরতি লঙ্ঘনের পর গতকাল বিকেল থেকে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল পরিস্থিতি। সন্ধেয় ফের ব্ল্যাকআউট। যদিও আজ সকালে লোকজন রাস্তায় বেরিয়েছেন। প্রশাসনের তরফে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সন্ধেয় ব্ল্যাকআউট জারি থাকবে। অন্যদিকে, আরব সাগরের ধারে গুজরাতে কচ্ছ উপকূলে মৎস্যজীবীরা উদ্বিগ্ন। পাকিস্তান ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন করলে পরিস্থিতি স্বাভাবিক হতে দেরি হবে। সমুদ্রে মাছ ধরতে যেতে না পারলে, সংসার কীভাবে চলবে, চিন্তায় রয়েছেন মৎস্যজীবীরা।