নয়াদিল্লি: রাজনীতিতে এসেও একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছেন কঙ্গনা রানাউত। কখনও কৃষক আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য, কখনও আবার জাতির জনক মহাত্মা গাঁধীকে নিয়ে পোস্ট ঘিরে বিতর্ক। বিজেপি-র তারকা সাংসদের বিরুদ্ধে সরব হয়েছেন খোদ দলের নেতারাই। সেই আবহে এবার কঙ্গনার বিরুদ্ধে সরব হলেন পঞ্জাবের জনপ্রিয় সঙ্গীতশিল্পী জসবীর জসসি। পঞ্জাব নিয়ে লাগাতার যে ধরনের মন্তব্য করে চলেছেন কঙ্গনা, এর পাল্টা কঙ্গনার 'গোপন কম্মো' ফাঁস করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি। (Kangana Ranaut)


'দিল লে গয়ি কুড়ি', 'লউঙ্গদা লশকরা'র মতে জনপ্রিয় গানের জন্য পরিচিত জসবীর। কঙ্গনা পঞ্জাবের বদনাম করছেন বলে এবার সরব হয়েছেন তিনি। জসবীর জানিয়েছেন, পঞ্জাব নিয়ে যদি কুকথা চালিয়ে যান কঙ্গনা, তাহলে তিনিও কঙ্গনার 'গোপন কম্মো' ফাঁস করতে বাধ্য হবেন, যা কঙ্গনার জন্য মোটেই শুভ হবে না বলে দাবি জসবীরের। (Jasbir Jassi)


একান্ত সাক্ষাৎকার বা সোশ্যাল মিডিয়াতেই নয়, সম্প্রতি হিমাচলপ্রদেশে একটি সভা থেকেও পঞ্জাব নিয়ে মুখ খোলেন কঙ্গনা। পঞ্জাব মাদকের নেশায় আসক্ত, পঞ্জাবের যুবসমাজ সুরায় আসক্ত বলে মন্তব্য করেন তিনি। পরস্পরের প্রতিবেশী হলেও, পঞ্জাব এবং হিমাচলের মধ্যে আকাশ-পাতাল তফাত হলেও মন্তব্য করেন। পঞ্জাবের সঙ্গে মেলামেশা নিয়েও হিমাচলের যুবসমাজকে সতর্ক করতে শোনা যায় কঙ্গনাকে। 



এতেই কঙ্গনার বিরুদ্ধে মুখ খুলেছেন জসবীর। তাঁর বক্তব্য, "পঞ্জাবকে বার বার যেভাবে নিশানা করে চলেছেন উনি (কঙ্গনা), তাতে মুখ খুলতে বাধ্য হচ্ছি আমি। দিল্লিতে একবার আমার গাড়িতেই বল নেশায় সুরার পান করে মত্ত হয়েছিলেন কঙ্গনা। আর এক মহিলাও ছিলেন গাড়িতে। নিজের উপর কোনও নিয়ন্ত্রণই ছিল না কঙ্গনার। উনি নিজে যে পরিমাণ মদ্যপান করেছেন, যে পরিমাণ মাদক সেবন করেছেন, অন্য কেউ তা করেছেন বলে মনে হয় না আমরা। পঞ্জাব নিয়ে কথা বলা বন্ধ না করলে, ওঁর সব কাহিনি ফাঁস করে দেব আমি।"


জসবীর জানিয়েছেন, কোনও মহিলার নামে প্রকাশ্যে কুৎসা করার পক্ষে নন তিনি। কিন্তু পঞ্জাবকে যেভাবে বদনাম করে চলেছেন কঙ্গনা, তাতে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। কঙ্গনার বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত বলেও মন্তব্য করেন জসবীর। তাঁর কথায়, "কঙ্গনার কথায় কোনও গুরুত্ব দেওয়াই উচিত নয়। মানসিক রোগী উনি। পুরোপুরি ভারসাম্য হারিয়েছেন। মানসিক স্বাস্থ্য একেবারেই ঠিক নেই। অত্যন্ত বিপজ্জনক বিষয় যে, এমন মূর্খ লোকজন সংসদে বসেন এবং দেশের জন্য সিদ্ধান্ত নেন।" জসবীরের দাবি নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানাননি কঙ্গনা।