পার্থ প্রতিম ঘোষ, অমৃতসর: ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পঞ্জাব (Punjab Situation Update)। আজও অমৃতসরের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। গত রাতে হাই অ্যালার্ট জারি থাকলেও সকাল থেকে অন্য ছবি রাজ্য়ের একাধিক জায়গায়। রাতে বাতিল করা হয় অমৃতসর বিমানবন্দর থেকে উড়ান পরিষেবা।

জনজীবন স্বাভাবিক পঞ্জাবে: ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে পঞ্জাব। গতকাল রাতেও রাজ্যের একাধিক জায়গায় হাই অ্যালার্ট জারি ছিল। অমৃতসরে রাত পৌনে ৯টা থেকে সাইরেন বাজিয়ে ব্ল্যাকআউট করে দেওয়া হয়। আজ সকাল থেকে জনজীবন স্বাভাবিক। গাড়ি চলাচল করছে। লোকজন রাস্তায় বেরিয়েছে। দোকানপাট খুলেছে। তবে আজও অমৃতসরের স্কুল-কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ।গতকাল অমৃতসর বিমানবন্দর থেকে উড়ান পরিষেবা চালু হওয়ার কথা থাকলেও রাতে তা বাতিল করা হয়।  

গতরাতে পঞ্জাবের বেশি কিছু জায়গায় অ্যালার্ট জারি করা হয়। যার মধ্যে ছিল অমৃতসর, জলন্ধর, গুরুদাসপুরের মতো জায়গা। আলো নিভিয়ে রাখতে বলা হয় প্রশাসনের তরফে। অন্যদিকে অমৃতসরে রাত ৮টা ৪৫ থেকে ব্ল্যাক আউট করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় দোকানপাট। আলো নিভিয়ে দেওয়া হয় বাড়ি এবং হোটেলের। লোকজনকে বাইরে বেরোতে এমনকী বাড়ি বা হোটেলের বারান্দায় আসতেও নিষেধ করা হয়  বাজতে শুরু করে সাইরেনও। প্রশাসনের তরফে বলা হয় কিছু সতর্কবার্তা পাওয়ার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রাত ১২টা পর্যন্ত এই পরিস্থিতি ছিল। তারপর ব্ল্যাকআউট তোলা হলেও আলো না জ্বালানো, রাস্তায় না বেরোনোর নির্দেশ দেওয়া হয়। এদিন সকাল ৬টার পর প্রশাসনের তরফে স্বাভাবিক জীবনে ফিরতে বলা হয়। এরপরই দোকানপাট খোলে এবং লোকজন রাস্তায় বেরিয়েছে। এই অ্যালার্টের বিষয়ে প্রশাসন সূত্রে জানানো হয়, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এদিকে ভারত-পাক উত্তেজনার আবহে পঞ্জাবে বড়সড় নাশকতার ছক বানচাল করা হয় রবিবার। BSF ও পঞ্জাব গ্রামীণ পুলিশের তৎপরতায় অমৃতসরে আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার হয় প্রচুর অস্ত্র ও বিস্ফোরক। ২ কেজি ৭০০ গ্রাম উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, যার মধ্যে ৯৭২ গ্রাম RDX ছিল। এছাড়া, ২টি হ্যান্ড গ্রেনেড, ২টি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৩০ রাউন্ড গুলি, ২টি ডিটোনেটর, ৮টি ব্যাটারি, ব্ল্যাকবক্স এবং IED সার্কিট। ধাতব তারে জড়ানো হলুদ প্যাকেটের মধ্যে ছিল অস্ত্র এবং বিস্ফোরক। অমৃতসরের আজনালা থানার চকবালা গ্রামের কাছে চাষের জমি থেকে এই অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়। পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে অস্ত্র ও বিস্ফোরক পাচার করা হয়েছে BSF জানিয়েছে।