নয়াদিল্লি: পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে চলন্ত ট্রেনে স্টোনচিপ থেকে শুরু করে ভারী ধাতব পদার্থ ছুঁড়ে মারার অভিযোগ আগেও উঠেছে বহুবার। আহতও হয়েছেন অনেকে। ট্রেনের স্লিপারের মাঝে কিছু ফেলে রাখা থেকে শুরু করে স্ক্ু ঢিলে করে দেওয়ার ভুরিভুরি অভিযোগ রয়েছে। এর মধ্যে বিস্ফোরক পদার্থ রেখে যাওয়ার অভিযোগও নতুন নয়। তবে এবার যা ঘটনা তা পুরো নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিল। ভদ্রকে চলন্ত ট্রেন লক্ষ্য করে 'গুলি' চালানোর অভিযোগ উঠেছে এবার !


নন্দনকানন এক্সপ্রেসে হামলার অভিযোগ, তদন্তে জিআরপি


নন্দনকানন এক্সপ্রেস লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। চলন্ত ট্রেন লক্ষ্য করে গুলি, ধাতব বস্তু ছোড়ার অভিযোগ।  নন্দনকানন এক্সপ্রেসে হামলার অভিযোগ, তদন্তে জিআরপি। যাত্রীরা সুরক্ষিত আছেন, জানাল রেল। প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই দেখা গিয়েছিল উত্তরপ্রদেশের গোন্ডায় দ্বারভাঙ্গা থেকে দিল্লিগামী বিহার সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস ট্রেনে বোমা আতঙ্ক। সন্ধ্যা রাতে ট্রেনের মধ্যে বোমা থাকার খবর মেলে। আতঙ্কিত হয়ে পড়েছিলেন যাত্রী ও নিরাপত্তা কর্মীরা। দিল্লির কন্ট্রোল রুম থেকে খবর পাওয়ার পর জিআরপি, আরপিএফ-সহ নিরাপত্তা বাহিনীকে সতর্ক করা হয়েছিল। গোন্ডা জংশনে ট্রেনটিকে থামিয়ে তল্লাশি চালিয়েছিল বম্ব ডিসপোজাল স্কোয়াড। যদিও পরে কোনও বিস্ফোরক পাওয়া যায়নি বলে জানিয়েছিল রেল কর্তপক্ষ। বেশ কিছুক্ষণ পরে ফের রওনা দিয়েছিল ট্রেনটি। 


আরও পড়ুন, RG করের নির্যাতিতার ময়নাতদন্তের রিপোর্ট দেখে কেন 'চমকে' উঠেছিলেন শোভনদেব ? জানালেন শাসক নেতা


 বোমা বিস্ফোরণের হুমকি আগেও বহুবার !


গত মাসে মিলেছিল মুম্বই-হাওড়া মেলে বোমা বিস্ফোরণের হুমকি ! ফজলউদ্দিন নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে হুমকির পোস্ট করা হয়েছিল বলে অভিযোগ। রেল সূত্রে দাবি, পোস্টে লেখা ছিল ফ্লাইট এবং ১২৮০৯ ট্রেনে বোমা রাখা হয়েছে। নাসিকে পৌঁছনোর আগেই বড় বিস্ফোরণ হবে। ঘটনায়, ভোর ৪.১৫ মিনিটে ট্রেনটিকে জলগাঁওয়ে থামিয়ে তল্লাশি চালানো হয়। দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চলার পর এই হুমকি নিছক গুজব হিসেবে প্রমাণিত হয়েছিল বলে দাবি রেল সূত্রে। অন্য়দিকে, AIR INDIA-র বিবৃতি অনুযায়ী হুমকির পোস্ট পাওয়ার পরই যাত্রীদের নিরাপত্তার স্বার্থে মুম্বই থেকে নিউইয়র্ক গামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটকে দিল্লিতে ঘুরিয়ে দেওয়া হয়েছিল।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।