নয়াদিল্লি : করোনার ধাক্কায় ধুঁকতে থাকা কাজের বাজারকে চাঙ্গা করতে নতুন উদ্যোগ। যার জেরে, আগামী ৫ বছরের মধ্যে ১০ হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেই প্রত্যাশা। আর যে কাজের জন্য বিনিয়োগ করা হবে ১ হাজার ৬০০ কোটি টাকা। বুধবার এমনই সুখবর দিয়েছে গ্লোবাল কনসালটেন্সি ফার্ম প্রাইস ওয়াটারহাউস কুপারস (পিডব্লিউসি)। নতুন বিজনেস স্ট্র্যাটেজি 'দ্য নেক্সট ইকুয়েশন' ঘোষণার মঞ্চে এমনটাই জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে। পাশাপাশি আগামী পাঁচ বছরের মধ্যে তাদের কর্মী নিয়োগের পরিমাণ পাঁচগুণ বাড়ানোর ভাবনা নিয়েছে বলেই জানিয়েছে পিডব্লিউসি ইন্ডিয়া।


কী এই নতুন বিজনেস স্ট্র্যাটেজি? পিডব্লিউসি ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, 'দ্য নেক্সট ইকুয়েশন' আসলে গড়ে তোলা হয়েছে হাজারো ক্লাইন্ট ও স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনার মাধ্যমে। পিডব্লিউসি ইন্ডিয়ার চেয়ারম্যান সঞ্জীব কৃষ্ণ বলেছেন, ভারতের অর্থনীতিতে আরও জোরালো করার স্বপ্ন আমাদের। সেই স্বপ্নকেই বাস্তব রূপ দেওয়ার রূপরেখা এই নতুন স্ট্র্যাটেজি। ভারতের অর্থনৈতিক বাজার যথেষ্ট বড়, তাকে আরও উচ্চতায় পৌঁছে দেওয়ার ভাবনা আমাদের। শুধুমাত্র সংস্থাকেই শক্তিশালী করা নয়, আমাদের আসল লক্ষ্য গোটা দেশের অর্থনীতিকে আরও মজবুত করা।


কীভাবে ভাবনাকে বাস্তব রূপ দেওয়া হয়ে সেটা জানাতে গিয়েই চাকরীপ্রার্থীদের জন্য সুখবর শুনিয়েছে পিডব্লিউসি ইন্ডিয়া। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৫ বছরে দেশের অর্থনীতিতে ১ হাজার ৬০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে সংস্থার পক্ষ থেকে। আর যার জেরে তৈরি হবে নতুন প্রায় ১০ হাজার কর্মসংস্থান। ডিজিট্যাল, ক্লাউড, সাইবার, অ্যানালেটিক্সের মতো বিভিন্ন বিভাগে হবে কর্মী নিয়োগ। এই মুহূর্তে পিডব্লিউসি ইন্ডিয়ার দেশজুড়ে কর্মী সংখ্যা প্রায় ১৫ হাজার। যা আগামী পাঁচ বছরে বেশ কয়েকগুণ বাড়িয়ে ফেলে একাধিক ক্ষেত্রে নিজেদের শাখা বিস্তার ও সেই সুবাদে দেশের অর্থনীতিকে সাহায্যের রাস্তায় হাঁটতে চাইছে তারা।


গোটা বিশ্বের মোট ১৫৫টি দেশজুড়ে ছড়িয়ে রয়েছে প্রাইস ওয়াটারহাউস কুপারস (পিডব্লিউসি)। বিশ্বব্যাপী হিসেব করলে গ্লোবাল কনসালটেন্সি ফার্মের মোট কর্মী সংখ্যা ৩ লক্ষের কাছাকাছি।