ওয়াশিংটন : অক্টোবর থেকে পুনরায় ভ্যাকসিন রফতানি শুরু করবে ভারত। ভারতের এই ঘোষণার প্রশংসা করলেন কোয়াড নেতৃত্ব।


হোয়াইট হাউসে কোয়াড নেতাদের শীর্ষ সম্মেলন হয়। এই বৈঠকে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও জাপানের ইয়োশিহিদে সুগা। সেখানেই মোদি ঘোষণা করেন, অক্টোবর থেকে কোভ্যাক্স সহ ভ্যাকসিন রফতানি পুনরায় শুরু করবে ভারত। পরে কোয়াডের তরফে যৌথ বিবৃতিতে দিয়ে ভারতের এই সিদ্ধান্তের প্রশংসা করা হয়। এদিকে জাপান ও অস্ট্রেলিয়া ভ্যাকসিন কেনার কথা বলেছে।


বিবৃতিতে বলা হয়েছে, জাপান আঞ্চলিক স্তরের সঙ্গীদের কোভিড -১৯ ক্রাইসিস রেসপন্স এমার্জেন্সি সাপোর্ট লোনের মাধ্যমে ৩.৩ বিলিয়ন মার্কিন ডলারের ভ্যাকসিন কিনতে সাহায্য করবে। অস্ট্রেলিয়া দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভ্যাকসিন ক্রয়ের জন্য ২১২ মিলিয়ন মার্কিন ডলার অনুদান প্রদান করবে। 


প্রসঙ্গত, বিশ্বব্যাপী ১.২ বিলিয়নেরও বেশি ভ্যাকসিন ডোজ দান করার প্রতিশ্রুতি দিয়েছে কোয়াডভুক্ত দেশগুলি। কোয়াড দেশগুলি এক যৌথ বিবৃতিতে বলেছে, আমরা কোয়াড ভ্যাকসিন এক্সপার্ট গ্রুপ চালু করেছি। যা আমাদের নিজস্ব সরকারের শীর্ষ বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত হয়েছে। যাদের মধ্যে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলা হবে এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় স্বাস্থ্য সুরক্ষা ও কোভিড -১৯ প্রতিরোধের জন্য আমাদের পরিকল্পনাগুলিকে আরও ভালভাবে সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছে।


প্রসঙ্গত, কোয়াডের এই বৈঠকের জন্য প্রধানমন্ত্রী মোদি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, আমাদের কোয়াড ইন্দো-প্রশান্ত সাগরীয় অঞ্চল ও সমগ্র বিশ্বে শান্তি ও সম্বৃদ্ধি নিয়ে আসবে বলে আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে।


অন্যদিকে "ভারত-আমেরিকার সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে", বৈঠকে মত বাইডেনের। মার্কিন প্রেসিডেন্ট কোয়াড বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, আমরা বিশ্বের চারটি অন্যতম বৃহৎ গণতান্ত্রিক দেশ। আমাদের মধ্যে পারস্পরিক সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। লক্ষ্যে কীভাবে পৌঁছতে হয়, তা আমাদের জানা রয়েছে।