ম্যাঞ্চেস্টার : ৪০ বছর বয়সেও যদি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খেলে যান, তাহলে একটুও অবাক হব না। এই মন্তব্য করলেন ম্য়াঞ্চেস্টার ইউনাইটেডের ম্যানেজার ওলে গুন্নার সোলসজায়ের।ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে দ্বিতীয় দফায় খেলা শুরু করেছেন রোনাল্ডো। দুরন্ত ফর্মে রয়েছেন। প্রথম তিনটি ম্যাচে মোট চারটি গোল করে ফেলেছেন ইতিমধ্যেই।


এদিকে পরের বছর ফেব্রুয়ারি মাসে ৩৭ বছরে পা রাখবেন রোনাল্ডো। যদিও সোলসজায়ের বিশ্বাস করেন, এই স্ট্রাইকার দারুণভাবে নিজের ফিটনেস বজায় রাখেন। Goal.com-কে এক সাক্ষাৎকারে ম্য়াঞ্চেস্টার ইউনাইটেডের ম্যানেজার বলেছেন, যদি ৪০ বছর বয়সেও রোনাল্ডো খেলে যান, তাহলে আমি অবাক হব না। যেভাবে উনি নিজেকে ধরে রাখেন, সেটাই আসল চাবিকাঠি। নিশ্চয়ই এটা ওঁর জিনঘটিত বিষয়। উনি যে ধরনের খেলোয়াড় হয়ে উঠেছেন, তার জন্য প্রত্যেক আউন্স এনার্জি ও প্রচেষ্টা রয়েছে রোনাল্ডোর।


তাঁর সংযোজন, উনি সব ধরনের প্রশংসা পাওয়ার যোগ্য। ওঁর শারীরিক অবস্থা বেশ চিত্তাকর্ষক। রোনাল্ডো এখনও আগের মতোই ক্ষুধার্ত আছেন। ওঁর মানসিকতাও এখনও তুঙ্গে এবং এটি শুধু তাঁর ভিতরের ইচ্ছাশক্তি থেকেই সম্ভব হয়েছে। এটা চলতে থাকবে যতক্ষণ না ওঁর পা বা মাথা না বলে দিচ্ছে। বলছে, এবার আমার সবকিছু দেওয়া হয়ে গেছে। 


এদিকে প্রিমিয়ার লিগে আজই অ্যাস্টন ভিলার বিরুদ্ধে নামছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে তৃতীয় স্থানে রয়েছে রেড ডেভিলরা। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ভিলারেলের বিরুদ্ধে মাঠে নামবে ইউনাইটেড। প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর ১২ বছর পর ওল্ড ট্রাফোর্ডে রাজার মতো প্রত্যাবর্তন করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো । ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দ্বিতীয় পর্বে খেলা শুরু করে জোড়া গোল করেন সি আর সেভেন। প্রিমিয়ার লিগে সেই ম্যাচে ৪-১ গোলে নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে দেয় ম্যাঞ্চেস্টার।


উল্লেখ্য, পাঁছবার ব্যালন ডি'ওর বিজেতা রোনাল্ডোর বিশ্বজোড়া খ্যাতির শুরু এই ক্লাবে থাকাকালীন সময় থেকেই।