কলকাতা: আজ ২৫ বৈশাখ, রবীন্দ্রনাথের ১৫৯ তম জন্মবার্ষিকী। অন্যান্য বছরের মত পালিত হচ্ছে না এ বছরের ২৫ বৈশাখ, লকডাউনে বন্ধ রয়েছে যাবতীয় অনুষ্ঠান। আসুন, দেখে নেওয়া যাক তাঁর সম্পর্কে কিছু তথ্য।

শুধু জনগণমন ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা নয়, তাঁর বাংলা রচনার অনুবাদ করে রচিত হয়েছে শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত।

তিনিই প্রথম অ-ইউরোপীয়, যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান।

রবীন্দ্রনাথ ভ্রমণ করেছেন বিশ্বের ৩০টির বেশি দেশ। বিদেশি রীতিনীতি অনুধাবন করেছেন, ছড়িয়েছেন ভারতীয় সংস্কৃতি।

১৯৩০-এ অ্যালবার্ট আইনস্টাইনের বাসভবনে রবীন্দ্রনাথের সাক্ষাৎ হয় কালজয়ী ওই বৈজ্ঞানিকের সঙ্গে। তাঁদের মধ্যে বিজ্ঞান, দর্শন, ঈশ্বর ও প্রকৃতি নিয়ে আলোচনা হয়।

মোহনদাস কর্মচন্দ গাঁধীর প্রতি শ্রদ্ধাশীল ছিলেন তিনি। যদিও স্বাধীনতা সংগ্রামের পথ নিয়ে তাঁদের মধ্যে মতদ্বৈধ ছিল।