কলকাতা: ভালোবাসার দিনে নতুন রূপে আসছেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। জনপ্রিয় ধারাবাহিক 'দিদি নম্বর ওয়ান' এর নতুন সিজন শুরু হচ্ছে ১৪ ফেব্রুয়ারি থেকে।


প্রায় ১০০০ এপিসোড শেষ করেছে 'দিদি নম্বর ওয়ান' (Didi No. One)। টেলিভিশনে সবচেয়ে বেশিদিন ধরে চলা গেম শো-এটাই। সঞ্চালিকা রচনা জানাচ্ছেন, ৮টি সিজন শেষ করার পর ৯ নম্বর সিজন নিয়ে আসতে চলেছেন তিনি। তবে এই সিজনে বদলাবে খেলার বিভিন্ন নিয়ম। নতুন মোড়কে সাজানো হবে 'দিদি নম্বর ওয়ান'-কে। সাদা শাড়িতে প্রথম দিনের শ্যুটিং সেরেছেন রচনা। তাঁর ফটোশ্যুটের ছবি ভাগ করে নেওয়া হয়েছে চ্যানেলের তরফ থেকে।


সম্প্রতি বাবাকে হারিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। আর তাই, জনপ্রিয় ধারাবাহিক 'দিদি নম্বর ওয়ান' থেকে কিছুদিনের জন্য বিরতি নিয়েছিলেন তিনি। তাঁর জায়গায় 'দিদি নম্বর ওয়ান'-এর সঞ্চালনা করছিলেন সুদীপা ও সৌরভ দাস। চ্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছিল, সবাই পাশে রয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়ের। তবে জনপ্রিয় ধারাবাহিকটি যাতে বন্ধ না হয়, সেজন্যই সাময়িকভাবে সেই দায়িত্ব নিয়েছিলেন 'রান্নাঘরের রানি'। 'রান্নাঘর' শো-এর থেকে সুদীপার লুকে কিছুটা পরিবর্তন আনা হয়েছিল এই শো-তে । তবে বাঙালি পোশাকেই সেজেছিলেন তিনি। পাজামা-পাঞ্জাবিতে শ্যুটিং সেরেছিলেন সৌরভকেও। বাঙালি সাজেই মন কেড়েছিলেন নতুন দুই সঞ্চালক-সঞ্চালিকা। 


আরও পড়ুন: Yuvaan: মা শুভশ্রীর কোলে বসে অ,আ,ক, খ, ইউভানের হাতেখড়ির ছবি শেয়ার করলেন রাজ


তবে বিরতি কাটিয়ে সেটে ফিরে লাল শাড়িতে আগের মতোই ঝলমলে রচনা বন্দ্যোপাধ্যায়। চ্যানেলের তরফ থেকে ভাগ করে নেওয়া হয়েছে একটি ভিডিও। সেখানে রচনাকে বলতে শোনা গিয়েছিল, 'আমি অনেকদিন শ্যুটিং থেকে দূরে ছিলাম। ব্যক্তিগত কাজেই শ্যুটিং করতে পারিনি। আমি একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষকে হারিয়েছি। সেইসময় আমি শ্য়ুটিং করার পরিস্থিতির মধ্যে ছিলাম না। কিন্তু 'দিদি নম্বর ওয়ান'-এর সেটে আমি নেই এটা বোধহয় অনেকেই মেনে নিতে পারেননি। প্রচুর মেসেজ, ফোন এসেছে।  সেইজন্যই ফের শ্যুটিং শুরু করলাম। কতদিন আর শ্যুটিং না করে থাকব। বাবা সবসময় চাইতেন, আমি কাজের মধ্যে থাকি। মন দিয়ে, ভালোবেসে কাজ করি। বাবার কথা ভেবেই আবার কাজে ফিরেছি। চেষ্টা করব আগামীদিনেও এভাবেই কাজ করে যাওয়ার।'