ক্যালিফোর্নিয়া : ফের বিদেশের মাটিতে রাহুল গাঁধীর নিশানায় নরেন্দ্র মোদি। ক্যালিফোর্নিয়ায় বিশ্ববিদ্যালয়ে কর্মী, শিক্ষাবিদ এবং সুশীল সমাজের সঙ্গে আলাপচারিতায় ফের তীক্ষ্ণ শ্লেষে বিঁধলেন ভারতের প্রধানমন্ত্রীকে। বললেন, তাঁকে ভগবানের সঙ্গে বসিয়ে দিলে, সেখানেই ব্যাখ্যা দিতে শুরু করবে, নরেন্দ্র মোদি এমন এক নমুনা !'
বক্তৃতায় রাহুল বলেন, এমন কিছু মানুষ দেশ পরিচালনা করছে, যাঁরা নিজেদের সবজান্তা মনে করেন। প্রধানমন্ত্রী মোদিকে কটাক্ষ করে তিনি বলেন, "আমার মনে হয় আপনি যদি মোদিজিকে ঈশ্বরের পাশে বসিয়ে দেন, তাহলে তিনি ঈশ্বরকেই ব্যাখ্যা দিতে শুরু করবেন কীভাবে মহাবিশ্ব কাজ করে এবং ঈশ্বর তৈরি করেছেন তা নিয়ে বিভ্রান্ত হয়ে পড়বেন।"
ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারায় অনাবাসী ভারতীয়দের সম্মেলনে ওয়েনাডের প্রাক্তন সাংসদ বলেন, 'একদল লোক আছে যারা সবকিছু বোঝে। তারা বিজ্ঞানীদের কাছে বিজ্ঞান, ইতিহাসবিদদের কাছে ইতিহাস, সেনাবাহিনীকে যুদ্ধ ব্যাখ্যা করতে পারে... তারা আসলে কিছুই বোঝে না।"
ভারত জোড়ো যাত্রা সম্পর্কে কথা বলতে গিয়ে রাহুল বলেন, এজেন্সিগুলির অপব্যবহারের করা হচ্ছে, সেই জন্য রাজনৈতিকভাবে কাজ করা কঠিন ভারতে। তাই ভারত জোড়া যাত্রা করেন তিনি ।
রাহুল আরও বলেন, অন্যের কথা শোনার অভ্যেস তৈরি না করলে, কিচ্ছুটি বুঝতে পারবেন না। তাঁর দাবি, সরকার যাত্রা বন্ধ করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল, কিন্তু এর প্রভাব বাড়তেই থাকে।
রাহুল আরও বলেন, কংগ্রেস সমস্ত ধর্ম ও ধর্মাবলম্বী মানুষের প্রতি শ্রদ্ধাশীল এবং স্নেহশীল হওয়ার মূল্যবোধে বিশ্বাস করে। রাহুল তাঁর ভাষণে অনাবাসী ভারতীয়দের বলেন, " আপনারা সেই ভারতের প্রতিনিধিত্ব করছেন। আপনারা যদি এই এই মূল্যবোধে বিশ্বাসী না হতেন, তবে আপনি এখানে থাকতেন না। আপনি যদি রাগ, ঘৃণা এবং অহংকারে বিশ্বাস করতেন তবে আপনি বিজেপির সভায় বসতেন। আর আমি 'মন কি বাত' করতাম।'