নয়াদিল্লি: কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত যাত্রা সেরেছেন, বাদ যাবে না লাদাখও। 'ভারত জোড়ো যাত্রা' নিয়ে বাদল অধিবেশনে জানিয়েছিলেন তিনি। সেই মতোই লাদাখ সফরে কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। দিন কয়েক আগেই লাদাখ পৌঁছে যান তিনি। শনিবার রওনা দিলেন প্যাংগং হ্রদের উদ্দেশে। তবে বরাবরের মতো সমর্থক এবং নিরাপত্তায় বেষ্টিত হয়ে নয়, লাদাখ সফরে কয়েক জনকে সঙ্গে নিয়ে বাইক রাইডের সিদ্ধান্ত রাহুলের। বাবা, প্রয়াত রাজীব গাঁধীকে শ্রদ্ধা জানিয়ে প্যাংগং হ্রদের উদ্দেশে যাত্রা শুরু রাহুলের। (Rahul Gandhi Bike Ride)
২০ অগাস্ট জন্মদিন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, রাহুলের বাবা রাজীব গাঁধীর। লাদাখে, প্যাংগং হ্রদের তীর থেকেই বাবাকে শ্রদ্ধা জানাবেন রাহুল। রওনা দেওয়ার আগে তাই সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'প্যাংগং হ্রদের উদ্দেশে রওনা দিচ্ছি, বাবা বলতেন, পৃথিবীর অন্যতম সুন্দর জায়গা (প্যাংগং হ্রদ ও সংলগ্ন এলাকা)'। (Rahul Gandhi in Ladakh)
রাহুলের ওই ক্যাপশন এবং বাইক রাইডেচর ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় রাহুল এবং কংগ্রেস যে ছবি পোস্ট করেছে, তাতে KTM 390 অ্যাডভেঞ্চার বাইক চালাতে দেখা গিয়েছে তাঁকে। হেলমেট, গ্লাভস, রাইডিং বুটস এবং জ্যাকেটে একেবারে প্রস্তুতি নিয়েই বেরোন রাহুল। বাকিরাও বাইকে চেপে অনুসরণ করেন তাঁকে।
আরও পড়ুন: CAG Report: নজরদারি ও পরিকল্পনার অভাব, প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে ১৬০ কোটি শুধু অপচয়! বলছে CAG
KTM 390 অ্যাডভেঞ্চার ৩৭৩ সিসি-র বাইক। সর্বোচ্চ শক্তি ৩২ kW এবং টর্ক ৩৭ Nm. KTM 390 অ্যাডভেঞ্চার ঘণ্টায় সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার গতিতে ছুটতে পারে। রাহুলেরও নিজেরও KTM 390 বাইক রয়েছে। একবার একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বাইক থাকলেও, নিরাপত্তারক্ষীরা চাপতে দেন না তাঁকে। দিল্লির করোলবাগে সম্প্রতি মোটর বাইক মেকানিকদের সঙ্গে আড্ডা দেওয়ার পাশাপাশি মেরামতিও শিখতে দেখা যায় রাহুলকে।
সামনে লোকসভা নির্বাচন। তার আগে দ্বিতীয় পর্যায়ে রাহুল 'ভারত জোড়ো যাত্রা' শুরু করতে চলেছেন বলে শোনা যাচ্ছে। আনুষ্ঠানিক ঘোষণা যদিও হয়নি এখনও পর্যন্ত। তার আগেই লাদাখ সফরে গেলেন রাহুিল। ২৫ অগাস্ট পর্যন্ত সেখানে থাকবেন। বাবা রাজীবের অন্যতম প্রিয় জায়গা ছিল লাদাখ। তাই বাবার জন্মদিনে সেখানেই কাটানোর পরিকল্পনা রয়েছে রাহুলের। প্যাংগং হ্রদ থেকেই বাবাকে শ্রদ্ধা জানাবেন রাহুল।