নয়াদিল্লি: রাহুল গাঁধীর ভিয়েতনাম সফর নিয়ে এবার প্রশ্ন বিজেপি-র। এত ঘন ঘন রাহুল ভিয়েতনাম যাচ্ছেন কেন, কেন জনসাধারণকে কার্যকারণ জানানো হচ্ছে না, প্রশ্ন তুলেছে গেরুয়া শিবির। ভিয়েতনাম-সহ অন্য দেশে সফর নিয়ে যে গোপনীয়তা বজায় রাখছেন রাহুল, তা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক বলেও দাবি করছে তারা। বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। (Rahul Gandhi)
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি-র বর্ষীয়ান নেতা রবিশঙ্কর প্রসাদ রাহুলের বিদেশসফর নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর বক্তব্য, "ভিয়েতনামে বর্ষবরণ পালন, হোলি উদযাপনও ভিয়েতনামে? আমার কাছে খবর আছে, ভিয়েতনামের জন্য ২২ দিন সময় বরাদ্দ করেছেন উনি (রাহুল)। নিজের নির্বাচনী কেন্দ্র রায়বরেলীতেও এতটা সময় কাটাতে দেখা যায়নি ওঁকে। ভিয়েতনামের প্রতি এত প্রেম কেন, তার ব্যাখ্য়া দিতে হবে ওঁকে।" (Rahul Gandhi in Vietnam
রাহুলের বিদেশসফর সংক্রান্ত তথ্যাবলী জনসাধারণের কাছে তুলে ধরতে হবে বলেও কংগ্রেসের কাছে দাবি জানিয়েছেন রবিশঙ্কর। বিজেপি-র আইটি সেলের প্রধান অমিত মালবীয়ও একই দাবি জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'বিরোধী দলনেতা হিসেবে রাহুল গাঁধী গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। বার বার বিদেশসফর এবং সেই নিয়ে গোপনীয়তা রক্ষা কিছু প্রশ্নের উদ্রেক করে। বিশেষ করে যখন সংসদের অধিবেশন চলছে। দেশের জাতীয় নিরাপত্তা এবং নৈতিকতার মতো গুরুতর বিষয় জড়িয়ে এর সঙ্গে'।
মনমোহন সিংহের প্রয়াণে সাতদিনের রাষ্ট্রীয় শোক চলাকালীনও ভিয়েতনাম সফরে গিয়েছিলেন রাহুল। সেই প্রসঙ্গও টেনে এনেছে বিজেপি। অমিতের বক্তব্য, "গোটা দেশ যখন মনমোহন সিংহের প্রয়াণে শোকজ্ঞাপন করছিল, বর্ষবরণ উপলক্ষে ভিয়েতনাম রওনা দেন রাহুল। মনমোহন সিংহের মৃত্যুকে নিজের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছেন রাহুল। যেভাবে মনমোহনকে অপমান করেছেন রাহুল, তা এড়ানো যায় না।"
বিজেপি-র প্রশ্নের জবাব দিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা হরিশ রাওয়াত। রাহুলের ভিয়েতনামের সফরের নেপথ্যে শিক্ষার যোগ রয়েছে বলে জানান তিনি। হরিশ জানিয়েছেন, "অর্থনীতির মডেল নিয়ে পড়াশোনা করতেই গিয়েছেন রাহুল।" সংবাদমাধ্যমে হরিশ বলেন, “ভিয়েতনামের অর্থনৈতিক এবং সামাজিক মডেল নিয়ে পড়াশোনা করছেন রাহুল। নির্বাচন নিয়ে একটি বছর টানা ব্যস্ত ছিলেন। এর পর যদি নিজের জন্য সময় বের করেন উনি, রাজনৈতিক ভাবে সেটাকে বিকৃত করার কী আছে? কেন এমন করছেন বিজেপি?”
তবে এই প্রথম নয়, রাহুলের বিদেশ সফর নিয়ে আগেও একাধিক বার প্রশ্ন তুলেছে বিজেপি। দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগও তুলেছে। এমনকি রাহুলের ব্যক্তিগত জীবন নিয়েও প্রশ্ন ছুড়ে দেন গেরুয়া শিবিরের নেতারা। রাহুল যদিও সেই নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি। কংগ্রেসের তরফেও রাহুলের বিদেশ সফরকে 'ব্যক্তিগত' বলে জানানো হয়। ২০২২ সালেও বিদেশ সফর নিয়ে যখন রাহুলকে লাগাতার বিঁধে যাচ্ছিলেন বিজেপি নেতারা, সেই সময় জানা যায় রাহুলের দিদা, অর্থাৎ সনিয়া গাঁধীর মা প্রয়াত হয়েছেন। সেই উপলক্ষেই বার বার ছুটে যেতে হচ্ছিল রাহুলকে।