নয়াদিল্লি: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ১৩ দিনের মধ্যে মাথা নত করেছিল পাকিস্তান (Pakistan)। দেরাদুনের সভায় বললেন রাহুল গাঁধী (Rahul Gandhi)। সাধারণত, একটি যুদ্ধ ৬ মাস বা এক থেকে দুই বছর ধরে চলে। আফগানিস্তানকে (Afghanistan) হারাতে আমেরিকার (America) ২০ বছর সময় লেগেছিল। কিন্তু ভারত (India) পাকিস্তানকে (Pakistan) ১৩ দিনের মধ্যে হারায়। কারণ ভারত ঐক্যবদ্ধ ছিল এবং পাশে দাঁড়িয়েছিল।’


শুধু তাই নয়, বিজয় দিবস পালন নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করেছেন রাহুল গাঁধী (Rahul Gandhi)। "ইন্দিরা গাঁধীর (Indira Gandhi) নেতৃত্বে ৭১-এর যুদ্ধে জয় পেয়েছিল ভারত (India)। ঘটা করে বিজয় দিবস পালন করছে কেন্দ্র, অথচ কোথাও ইন্দিরার নাম পর্যন্ত নেই। ভয় পেয়েছে মোদি সরকার।'' দেহরাদুনের সভা থেকে আক্রমণ রাহুল গাঁধীর (Rahul Gandhi)। পাল্টা রাহুলকে অস্থায়ী রাজনীতিবিদ বলে কটাক্ষ, সংসদ বিষয়কমন্ত্রী প্রহ্লাদ যোশীর (Prahlad Joshi)। 


দেশজুড়ে ১৯৭১-এর ভারত-পাক (India Pakistan) যুদ্ধজয়ের সুবর্ণ জয়ন্তী পালন। পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে গৌরবজনক জয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে মশাল জ্বালান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। ১৯৭১-এর যুদ্ধের পুরস্কার প্রাপক ও প্রাক্তনীদের বাড়ি ছাড়াও মশাল নিয়ে যাওয়া হবে দেশের বিভিন্ন যুদ্ধক্ষেত্রে। এর আগে প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধাজ্ঞাপন করেন বীরযোদ্ধাদের।


১৯৭১-এর ইন্দো পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছিল ৩রা ডিসেম্বর। যুদ্ধ চলে টানা ১৩দিন। অবশেষে ১৬ ডিসেম্বর সরকারিভাবে যুদ্ধ শেষ হয়। সব মিলিয়ে প্রায় ৯৩ হাজার পাকিস্তানি সৈন্য ওই যুদ্ধে আত্মসমর্পন করে ভারতের কাছে। যার মধ্যে ছিলেন তৎকালীন  পাকিস্তানি সেনা প্রধান জেনারেল নিয়াজিও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের (Second World War) পর এটাই ছিল সবথেকে বেশি সংখ্যক যুদ্ধ সেনাদের আত্মসমর্পনের ঘটনা। ভারতের কাছে যেমন এটা বিজয় দিবস। বাংলাদেশের কাছেও তাদের স্বাধীনতা দিবস। 


আরও পড়ুন: Vijay Diwas 2021: কলকাতার ফোর্ট উইলিয়ামেও পালিত বিজয় দিবস