নয়াদিল্লি: নোভেল করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইকে প্রধানমন্ত্রীর অফিসের মধ্যেই আটকে রেখে দিলে ভারত হেরে যাবে, রাহুল গাঁধীর এই বক্তব্যের পাল্টা বিজেপি তোপ দাগল, বাস্তবের সঙ্গে ওনার কোনও যোগই নেই!
কোভিড-১৯ সংক্রমণের জেরে যে বিরাট স্বাস্থ্য সঙ্কট দেখা দিয়েছে, তার মধ্যেই প্রাক্তন কংগ্রেস সভাপতিকে একহাত নিলেন বিজেপি মুখপাত্র জিভিএল নরসিমা রাও। তিনি বলেন, রাহুল গাঁধী কোন জগতে থাকেন, জানি না। করোনাভাইরাস অতিমারীর বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে টিম ইন্ডিয়া চেতনা দারুণ ফুটে উঠেছে, যাকে লালন পালন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় সরকারের গাইডলাইন তৈরি, তাতে রদবদল, পরিবর্তনের পিছনে রাজ্য সরকারগুলির মতামত, অভিজ্ঞতার বড় ভূমিকা আছে।
প্রধানমন্ত্রীর ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা প্রয়োজন, কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকার করোনাভাইরাস অতিমারীর বিরুদ্ধে সংগ্রামকে কেন্দ্রীভূত অর্থাত নিজের কব্জায় রেখে দিতে গেলে বিরাট বিপর্যয় ঘটে যাবে, রাহুলের এই অভিমতেরও বিরোধিতা করে বিজেপি নেতাটি বলেন, রাহুল গাঁধীর বাস্তবের সঙ্গে কোনও যোগ নেই, নিজের দল পরিচালিত রাজ্য সরকারগুলির সঙ্গেও বেমানান তাঁর ধারণা।
শুক্রবার ঘন্টাখানেকের ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সাংবাদিক বৈঠকে রাহুল করোনাভাইরাস ঘিরে মানুষের মন থেকে আতঙ্ক দূর করতে বলেন প্রধানমন্ত্রীকে, রাজ্যগুলিকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার অংশীদার করে ক্ষমতা বিকেন্দ্রীকরণের চেষ্টা করতেও বলেন।
রাহুল গত ১৬ এপ্রিলও সাংবাদিক বৈঠকে দাবি করেছিলেন, লকডাউন কোভিড-১৯ কে হারানোর সমাধানসূত্র নয়, কেবলমাত্র সংক্রমণ ছড়িয়ে পড়া আটকানোর একটা পজ বাটন!
দেশব্যাপী লকডাউন থেকে বেরিয়ে আসার সঠিক কৌশল তৈরির দাবিও করেছিলেন রাহুল, বলেছিলেন, এব্যাপারে কী ভাবছেন, সেটা দেশবাসীকে প্রধানমন্ত্রীর জানানো দরকার।