রাহুল ট্যুইটারে সরকারের সমালোচনা করে একটি চার্ট ট্যাগ করে দেখিয়েছেন, বাংলাদেশ, মায়ানমার, নেপাল, চিন, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং ভারতের ক্ষেত্রে ২০২০-২১ অর্থিক বছরের আইএমএফ প্রবৃদ্ধির প্রাক্কলন। চার্টটি দেখিয়েছে যে চলতি বছর অর্থনীতির জিডিপি ১০.৩ শতাংশ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের, যা উল্লেখিত দেশগুলির মধ্যে সংকোচনের দিক থেকে সর্বাধিক। ট্যুইটে বিজেপিকে কটাক্ষ করে তিনি আরও লিখেছেন, এটি বিজেপি সরকারের আরও এক অন্যতম মহৎ কর্ম। এমনকি পাকিস্তান এবং আফগানিস্তান কোভিডকে ভারতের চেয়ে অনেক ভালভাবে পরিচালনা করছে। রাহুলের এমন মন্তব্যের কারণ রয়েছে। হিসেবে দেখা যাচ্ছে ভারতের ক্ষেত্রে জিডিপি যেথানে ১০.৩ শতাংশ কমে যাচ্ছে, সেখানে পাকিস্তান ও আফগানিস্তানের জিডিপি কমছে যথাক্রমে .৪০ শতাংশ এবং ৫ শতাংশ। সরকারের আরও একটি ”দুর্দান্ত কাজ”! ভারতের চেয়ে পাকিস্তান, আফগানিস্থান অতিমারী ভালো সামলেছে, দাবি রাহুলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Oct 2020 09:41 PM (IST)
চলতি বছরে করোনা মহামারীতে মারাত্মক ক্ষতিগ্রস্ত ভারতীয় অর্থনীতির জিডিপি ১০.৩ শতাংশ সঙ্কটে পড়বে, এমনটাই ধারণা আন্তর্জাতিক অর্থ তহবিলের।
নয়াদিল্লি: পাকিস্তান, আফগানিস্তান করোনাভাইরাসকে ভারতের থেকে অনেক ভালো নিয়ন্ত্রণ করেছে, এমনটাই মন্তব্য করে নরেন্দ্র মোদি সরকারকে কটাক্ষ করলেন কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গাঁধী। চলতি বছরে করোনা মহামারীতে মারাত্মক ক্ষতিগ্রস্ত ভারতীয় অর্থনীতির জিডিপি ১০.৩ শতাংশ সঙ্কটে পড়বে, এমনটাই ধারণা আন্তর্জাতিক অর্থ তহবিলের। আইএমএফের এই আশঙ্কার উল্লেখ করে রাহুল আরও একবার কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন। রাহুল বলেছেন যে, এটি সরকারের আরও একটি ” দৃঢ় মহৎ কর্ম”। প্রসঙ্গত দেশে করোনা আসায় ভারতের অর্থনীতি ভেঙ্গে পড়ার পর থেকে এবং সীমান্তে চিনের সঙ্গে বিবাদের পর থেকে কংগ্রেস নেতা ক্রমাগত কেন্দ্র সরকার ও প্রধানমন্ত্রীকে আক্রমণ করে চলেছেন।