রাহুল ট্যুইটারে সরকারের সমালোচনা করে একটি চার্ট ট্যাগ করে দেখিয়েছেন, বাংলাদেশ, মায়ানমার, নেপাল, চিন, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং ভারতের ক্ষেত্রে ২০২০-২১ অর্থিক বছরের আইএমএফ প্রবৃদ্ধির প্রাক্কলন। চার্টটি দেখিয়েছে যে চলতি বছর অর্থনীতির জিডিপি ১০.৩ শতাংশ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের, যা উল্লেখিত দেশগুলির মধ্যে সংকোচনের দিক থেকে সর্বাধিক। ট্যুইটে বিজেপিকে কটাক্ষ করে তিনি আরও লিখেছেন, এটি বিজেপি সরকারের আরও এক অন্যতম মহৎ কর্ম। এমনকি পাকিস্তান এবং আফগানিস্তান কোভিডকে ভারতের চেয়ে অনেক ভালভাবে পরিচালনা করছে। রাহুলের এমন মন্তব্যের কারণ রয়েছে। হিসেবে দেখা যাচ্ছে ভারতের ক্ষেত্রে জিডিপি যেথানে ১০.৩ শতাংশ কমে যাচ্ছে, সেখানে পাকিস্তান ও আফগানিস্তানের জিডিপি কমছে যথাক্রমে .৪০ শতাংশ এবং ৫ শতাংশ।