গয়া (বিহার) : SIR ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর আরও চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। মুখ্য নির্বাচন কমিশনার এবং আরও দুই নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিলেন তিনি। লোকসভার বিরোধী দলনেতার কথায়, I.N.D.I.A ব্লক সরকার গড়লে 'ভোট চুরি' ইস্যুতে এই তিন জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেন তিনি। বিহারের গয়ায় একটি সভায় বক্তব্য রাখার সময় রাহুল বলেন, "নির্বাচন কমিশনের ভোট চুরি ধরা পড়ে যাওয়া সত্ত্বেও তারা হলফনামা জমা দিতে বলছে। ভোট চুরি হচ্ছে 'ভারত মাতার' আত্মার উপর আক্রমণ।"
আরজেডি নেতা তেজস্বী যাদবকে সঙ্গে নিয়ে বিহারে ভোটাধিকার যাত্রার দ্বিতীয় দিনে ফের কমিশনকে নিশানা করলেন কংগ্রেস সাংসদ। রাহুল বলেন, "আমি নির্বাচন কমিশনকে বলতে চাই যে গোটা দেশ আপনাদের হলফনামা দিতে বলবে। আমাদের কিছুটা সময় দিন। প্রত্যেকটি বিধানসভা ও লোকসভা আসনে আপনাদের চুরি ধরব। প্রধানমন্ত্রী মোদিজি যেমন বিশেষ প্যাকেজের কথা বলে থাকেন, সেইভাবেই নির্বাচন কমিশনও বিহারের জন্য বিশেষ প্যাকেজ এনেছে, যার নাম SIR। যার অর্থ ভোট চুরির নতুন ঘরানা।"
প্রাক্তন কংগ্রেস প্রধান এরপর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশির উপরও সরাসরি আক্রমণ শুরু করেন। তিনি বলেন, "আমি যা বলি, তাই করি। আপনারা দেখেছেন যে আমি মঞ্চ থেকে মিথ্যা বলি না... এই তিন নির্বাচন কমিশনার... আমি তাঁদের বলতে চাই যে এখন মোদিজির সরকার। তেজস্বীজি বলেছেন যে আপনারা (নির্বাচন কমিশনাররা) বিজেপির সদস্যপদ নিয়েছেন এবং তাঁদের জন্য কাজ করছেন। কিন্তু একটা কথা বুঝে নিন, একদিন আসবে যখন বিহার এবং দিল্লিতে I.N.D.I.A ব্লকের সরকার আসবে; তখন আমরা আপনাদের তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আপনারা পুরো দেশ থেকে (ভোট) চুরি করেছন।"
ভোট চুরির অভিযোগ তোলায় শুধুই তাঁকেই কেন হলফনামা জমা দিতে বলা হল, কেন বিজেপি নেতাদের কাছেও একই জিনিস চাওয়া হল না ? নির্বাচন কমিশনের উদ্দেশে আগের দিনই এই প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা। সাসারামে 'ভোটাধিকার যাত্রা' থেকে এই প্রশ্ন তোলেন তিনি। রাহুলের কথায়, "ভোট চুরি নিয়ে আমি যখন সাংবাদিক বৈঠক করলাম, নির্বাচন কমিশন তখন আমাকে হলফনামা জমা দিতে বলল। কিন্তু, বিজেপি নেতারা যখন কয়েকদিন আগে সাংবাদিক বৈঠক করলেন, তাঁদের কাছ থেকে কোনও হলফনামা চাওয়া হল না। কমিশন বলছে, 'আপনার তথ্য সঠিক তা হলফনামা দিয়ে বলুন।' এই তথ্য নির্বাচন কমিশনেরই। আমাকে কেন হলফনামা জমা দিতে বলা হচ্ছে ?"