নয়াদিল্লি : রাজ্যে ১০০ দিনের কাজের বকেয়া নিয়ে দীর্ঘদিন কেন্দ্র-রাজ্য টানাপোড়েন চলছে। এনিয়ে দুই সরকার একে অপরকে বিঁধেছে। এই আবহে এবার এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে আওয়াজ মিলিয়ে MGNREGA সামাজিক কল্যাণ প্রকল্পের টাকা মিটিয়ে দেওয়ার জন্য কেন্দ্রের কাছে দাবি জানালেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা এক চিঠিতে তিনি লেখেন, সম্প্রতি বাংলা হয়ে তাঁর ভারত জোড়ো ন্যায় যাত্রা যাওয়ার সময় একদল কৃষক এই ইস্যুতে তাঁর কাছে আসে। 


২০২২ সালের মার্চ মাস থেকে এরাজ্যে স্থগিত রয়েছে ইউপিএ সরকারের সামাজিক কল্যাণমূলক প্রকল্প ১০০ দিনের কাজ। যা নিয়ে বারবার দাবি জানিয়ে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই পরিপ্রক্ষিতে সম্প্রতি এরাজ্য থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শেষ করে যাওয়া রাহুল গাঁধী প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে লেখেন, 'আমি জানতে পারলাম যে অনেক শ্রমিককে তাঁদের ২০২১ সালের টাকা মেটানো হয়নি কারণ তহবিলের নাকি ঘাটতি রয়েছে।' 


চিঠিতে তাঁর সংযোজন, 'এই কাজের ব্যাপক ঘাটতি দেখা গেছে। ২০২১-২২ সালে যেখানে ৭৫ লক্ষ বাড়িতে কাজ দেওয়া হয়েছিল, ২০২৩-২৪ সালে তা কমে দাঁড়িয়েছে ৮০০০-এ। কাজের এই বিশাল ঘাটতি মহিলা, এসসি ও এসটি পরিবাবের পক্ষে খুবই অমানবিক। তাছাড়া ১০০ দিনের কাজের অভাব এবং মজুরি বকেয়া থাকায় অনেকেই পরিযায়ী শ্রমিকের কাজ বেছে নিতে বাধ্য হচ্ছেন।' 


লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে কংগ্রেস-তৃণমূল আসন সমঝোতা নিয়ে টানাপোড়েনের আবহে রাহুলের এই চিঠি। সম্প্রতি রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রার আবহেই কংগ্রেসকে কড়া ভাষায় বিঁধেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী এও ঘোষণা করেছেন, ভোটের ফলাফলের উপর নির্ভর করে তিনি সিদ্ধান্ত নেবেন ইন্ডিয়া ব্লকে যোগ দেবেন কি না। মমতা দাবি জানিয়েছেন, বঙ্গে বিজেপিকে পরাস্ত করতে সক্ষম তৃণমূল। অন্যদিকে , কংগ্রেসের সাম্প্রতিককালে ভোটের ফলাফল, বিশেষ করে এরাজ্যের ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলনেত্রী।


মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে নিশানা করে বলেছিলেন, জোট না হওয়ার জন্য দায়ী কংগ্রেসই। উত্তর ও মধ্যভারতে বিজেপির সঙ্গে ৩০০ আসনে কংগ্রেসকে সরাসরি লড়াই করার কথা বলেছিলেন তিনি। কিন্তু তা কংগ্রেস শোনেনি বলে জানিয়েছেন তিনি। মমতার তোপ ছিল, তাঁর সন্দেহ রয়েছে ওই ৩০০ আসনে লড়লে ৪০টা আসনও কংগ্রেস পাবে কিনা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।