কলকাতা: প্রেমের মরশুমে চার হাত এক হল। ভালবাসার সপ্তাহেই সাত পাকে বাঁধা পড়লেন গায়িকা সমদীপ্তা মুখোপাধ্যায় (Samadipta Mukherjee)। ডিসেম্বরেই সেরেছিলেন আংটি বদল। বিয়ের ছবি পোস্ট করলেন অপর গায়িকা সোনালি বন্দ্যোপাধ্যায়। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ছবি রিশেয়ার করেন সমদীপ্তা। অন্যদিকে, তিনি 'ভুলভুলাইয়া ২' (Bhool Bhulaiya) ছবিতে থাকবেন কি না... সেই নিয়ে ছবির শুরু থেকেই দানা বেঁধেছিল জল্পনা। তবে শেষমেষ সেই ছবি মুক্তি পাওয়ার পরে, হতাশই হয়েছিলেন বিদ্যা বালন (Vidya Balan) অনুরাগীরা। ছবি বক্সঅফিসে ভালই ব্যবসা করেছিল কার্তিক আরিয়ান (Kartik Aaryann) ও কিয়ারা আডবাণী (Kiara Advani)  অভিনীত 'ভুল ভুলাইয়া ২' ছবিটি। আর এবার.. 'ভুলভুলাইয়া' আগামী সিক্যুয়ালের ঘোষণা করলেন কার্তিক আরিয়ান। আর সেখানে, চমকের নাম, বিদ্যা বালান। আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন পোস্ট? দেখে নিন বিনোদন দুনিয়ায় আজকের সোশ্যাল মিডিয়ার সেরা খবরগুলি


ছাদনাতলায় সমদীপ্তা, ভালবাসার সপ্তাহেই সাত পাকে বাঁধা পড়লেন গায়িকা


প্রেমের মরশুমে চার হাত এক হল। ভালবাসার সপ্তাহেই সাত পাকে বাঁধা পড়লেন গায়িকা সমদীপ্তা মুখোপাধ্যায় (Samadipta Mukherjee)। ডিসেম্বরেই সেরেছিলেন আংটি বদল। বিয়ের ছবি পোস্ট করলেন অপর গায়িকা সোনালি বন্দ্যোপাধ্যায়। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ছবি রিশেয়ার করেন সমদীপ্তা। চারিদিকে প্রেম প্রেম গন্ধ। চলছে ভালবাসার সপ্তাহ। এই সময়েই আনুষ্ঠানিকভাবে নিজের জীবনের নয়া ইনিংস শুরু করলেন সঙ্গীতশিল্পী সমদীপ্তা মুখোপাধ্যায়। দীর্ঘদিনের প্রেমিক স্বাগত গঙ্গোপাধ্যায়ের (Swagato Gangopadhyay) সঙ্গে বাঁধা পড়লেন সাত পাকে। টুকটুকে লাল বেনারসী, মানানসই মেকআপ, মুকুট, কপালে চন্দন, গলায় গোলাপের মালা, একেবারে সাবেকি সাজের সঙ্গে মুখে মিষ্টি হাসি। কনের সাজে সমদীপ্তার ছবি এল প্রকাশ্যে। স্বাগতর পরনে ছিল তসরের পাঞ্জাবি। 'সা রে গা মা পা' খ্যাত গায়িকার বিয়েতে হাজির হয়েছিলেন সেই রিয়্যালিটি শোয়ের অন্যান্য প্রতিযোগীরাও। ডিসেম্বরেই সমদীপ্তা পোস্ট করে আংটি বদলের খবর দেন। এনগেজমেন্ট সেরেছেন প্রেমিক স্বাগত গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। ক্যাপশনে লেখেন, 'এখন থেকে সারাজীবনের শুরু...'। পরনে বেগুনি রঙের শাড়ি, হালকা মেকআপ, মানানসই গয়না, হাতে মেহেন্দি, স্নিগ্ধ লুকে সমদীপ্তা। পাশে হলুদ পাঞ্জাবী, মেরুন ধুতী পরে স্বাগত গঙ্গোপাধ্যায়। আংটির পরা হাতের ছবিও দেখা যায়। সমদীপ্তার পোস্টে তাঁকে শুভেচ্ছা জানান সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী, নবারুণ বসু প্রমুখ। শুভেচ্ছা জানান তাঁর অনুরাগীরাও। সোশ্যাল মিডিয়া প্রোফাইল অনুযায়ী পেশায় স্বাগত একজন উদ্যোগপতি। 


 






মঞ্জুলিকা ফিরছে 'ভুলভুলাইয়া' নিয়ে, বিদ্যার সঙ্গে কার্তিক ছাড়াও থাকছেন আর কে কে?


তিনি 'ভুলভুলাইয়া ২' (Bhool Bhulaiya) ছবিতে থাকবেন কি না... সেই নিয়ে ছবির শুরু থেকেই দানা বেঁধেছিল জল্পনা। তবে শেষমেষ সেই ছবি মুক্তি পাওয়ার পরে, হতাশই হয়েছিলেন বিদ্যা বালন (Vidya Balan) অনুরাগীরা। ছবি বক্সঅফিসে ভালই ব্যবসা করেছিল কার্তিক আরিয়ান (Kartik Aaryann) ও কিয়ারা আডবাণী (Kiara Advani)  অভিনীত 'ভুল ভুলাইয়া ২' ছবিটি। আর এবার.. 'ভুলভুলাইয়া' আগামী সিক্যুয়ালের ঘোষণা করলেন কার্তিক আরিয়ান। আর সেখানে, চমকের নাম, বিদ্যা বালান। আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও পোস্ট করেন কার্তিক। 'ভুলভুলাইয়া' ছবিতে যে গানটি সবচেয়ে চর্চিত ও জনপ্রিয় ছিল, তা হল, 'আমি যে তোমার'। সেই গানে বিদ্যার ধ্রুপদী নাচ ভুলতে পারেন না কেউই। দ্বিতীয় ছবিটিতেও এই একই গানে নাচ করেছিলেন কার্তিক। এই দুটি নাচের মিশেলই দেখা গিয়েছে কার্তিকের পোস্ট করা ভিডিওতে। ভুলভুলাইয়া ও ভুলভুলাইয়া ২-এর আমি যে তোমার'-এর কিছু কিছু দৃশ্যের এই কোলাজই জানান দিচ্ছে, 'ভুলভুলাইয়া ৩' ছবিতে ফিরছেন বিদ্যা বালন। তবে এখানেই শেষ নয়, কার্তিক আরিয়ান আরও জানাচ্ছেন চলতি বছরের দীপাবলিতে মুক্তি পাবে এই ছবি। কার্তিক আজ এই ভিডিও শেয়ার করে লেখেন, 'অসাধারণ.. ভুলভুলাইয়ার পৃথিবীতে আবার মঞ্জুলিকা ফিরছে। বিদ্যা বালনকে স্বাগত জানাতে গিয়ে আমি উচ্ছ্বসিত হচ্ছি।' কার্তিকের এই পোস্টে উচ্ছ্বাস ও ভালবাসা জানিয়েছেন অনেকেই। তবে ভুলভুলাইয়া-র নায়ক অক্ষয় কুমার (Kiara Advani) এই ছবিতে থাকবেন কিনা.. তা এখনও জানা যায়নি। উল্লেখ করা হয়নি কিয়ারা আডবাণীকে নিয়ে কোনও খবরও। অর্থাৎ, ছবির বাকি কাস্টিং এখনও রয়েছে আঁধারেই। শোনা যাচ্ছে, মার্চ মাস থেকে এই ছবির শ্যুটিং শুরু হবে। আর আগের মতোই বিদ্যা বালানকে এই ছবিতে বাংলায় কথা বলতে শোনা যাবে। এখানেই শেষ নয়, এই ছবির অনেকাংশই কলকাতায় শ্যুট করা হবে। 


 






আরও পড়ুন: Rukmini Maitra Exclusive: ১২ বছর বয়সে মডেল হিসেবে কেরিয়ার শুরু, রুক্মিণীর প্রথম উপার্জন কত ছিল?