কলকাতা: আজও রাজ্যে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।  সন্ধের দিকে বজ্রবিদ্যুত্‍সহ বৃষ্টির সম্ভাবনা। আজ সকাল থেকেই শহরের আকাশে মেঘের ঘনঘটা।   ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি শুরু হয়েছে।  আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুধু কলকাতা বা দক্ষিণবঙ্গ নয়, উত্তরবিঙ্গের প্রায় সব জেলাতেই হতে পারে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি।  দার্জিলিং সহ উত্তরবঙ্গের ওপরের দিকে জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে।  আগামীকাল থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে।  আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,  একটি ঘূর্ণাবর্ত রয়েছে ঝাড়খণ্ডে।  এছাড়াও দক্ষিণা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে।  এর প্রভাবেই রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা।