Raja Raghuvanshi Murder Case: মেঘালয়ে হানিমুনে গিয়ে খুন হয়েছেন ইন্দোরের ব্যবসায়ী রাজা রঘুবংশী। এই মামলায় একটি নতুন নাম খুঁজে পাওয়া গিয়েছে বলে খবর পুলিশ সূত্রে। সঞ্জয় ভার্মা, এই নামের এক ব্যক্তির সন্ধান পাওয়া গিয়েছে, খবর পুলিশ সূত্রে। এর আগে অবশ্য এই ব্যক্তির নাম শোনা যায়নি বলেই জানিয়েছে পুলিশ। তদন্তে পুলিশ জানতে পেরেছে সঞ্জয় ভার্মা নামের এই ব্যক্তির সঙ্গে রাজা রঘুবংশীর স্ত্রী সোনম রঘুবংশীর একাধিকবার ফোনে কথা হয়েছে তাঁদের বিয়ের আগে এবং বিয়ের পরেও। পুলিশ সূত্রে খবর, কল রেকর্ড খতিয়ে দেখে জানা গিয়েছে, ১ মার্চ থেকে ২৫ মার্চ - এই সময়সীমায় সোনম এবং সঞ্জয়ের মধ্যে ১১৯টি ফোনকল হয়েছে। আপাতত সঞ্জয়ের ফোন নম্বর বন্ধ রয়েছে বলেও জানা গিয়েছে পুলিশ সূত্রে। 

গত ২৩ মে মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ে মৃত্যু হয়েছে রাজা রঘুবংশীর। স্ত্রী সোনম, তাঁর প্রেমিক এবং আরও ৩ ভাড়াটে খুনির হাতে নৃশংসভাবে খুন হন ইন্দোরের তরুণ ব্যবসায়ী। এর ১০ দিন পর Wei Sawdong ঝরনার কাছে একটি খাদ থেকে উদ্ধার হয়েছিল রাজা রঘুবংশীর দেহ। সঞ্জয় ভার্মার সঙ্গে সোনম রঘুবংশীর সম্পর্ক কী, কীভাবে তাদের আলাপ হয়েছিল, কেন তাদের মধ্যে ফোনে এতবার কথা হয়েছিল, রাজা রঘুবংশী খুনে কি সঞ্জয় ভার্মাও যুক্ত ছিল- আপাতত এইসব সম্ভাবনাই খতিয়ে দেখছে পুলিশ। সঞ্জয় ভার্মার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তার ফোনেরও খোঁজ চলছে। ওই নম্বরটিও ট্র্যাক করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। 

মঙ্গলবার এসআইটি- র একটি দল ক্রাইম সিনের পুনর্নিমান করেছে। শিলং থেকে ৬৫ কিলোমিটার দূরে সোহরা এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল সোনম- সহ বাকি অভিযুক্তদেরও। কড়া নিরাপত্তার বেষ্টনীতে ক্রাইম সিনের পুনর্নিমান করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, রাজাকে প্রথম কাটারি নিয়ে আক্রমণ করেছিল বিশাল। তারও আগে রাজাকে মারাত্মকভাবে আঘাত করেছিল বিশাল। প্রবল চোট পান রাজ। শুরু হয় রক্তক্ষরণ। চিৎকার করতে থাকেন তিনি। চোখের সামনে যন্ত্রণায় রাজাকে কাতরাতে দেখেও বিন্দুমাত্র ভ্রূক্ষেপ করেননি সোনম। বরং ছুটে পালিয়ে গিয়েছিল। তারপর আবারও কাটারি নিয়ে রাজাকে ক্রমাগত আঘাত করতে থাকে ভাড়াটে খুনিদের মধ্যে অন্যতম মূল অভিযুক্ত বিশাল সিং চৌহান। পুলিশ আগেই জানিয়েছিল, বিশাল কাটারি নিয়ে আক্রমণ করলেও, প্রথমেই হার মানেননি রাজা রঘুবংশী। আক্রমণ প্রতিহত করার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হয়নি। নৃশংস ভাবে খুন হতে হয়েছে ইন্দোরের ব্যবসায়ীকে।