জয়পুর: নৌকাডুবি হয়ে মারা গেলেন অন্তত ২৫ জন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজস্থানের বুন্দিতে।


সংবাদসংস্থার খবর অনুযায়ী, বুন্দি জেলার চন্দা খুই এলাকায় সম্বল নদী পার করার সময় ওই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, সব যাত্রী কমলেশ্বর মহাদেব যাচ্ছিলেন। মহিলা ও পুরুষ মিলিয়ে নৌকায় সেই সময় জনা ২৫-৩০ জন সওয়ার ছিলেন। এর পাশাপাশি, ১৪টি বাইক ছিল।


নদীর যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে, তার একদিকে কোটা জেলা, অন্যদিকে বুন্দি জেলা। জানা গিয়েছে, নৌকায় সওয়ারীরা সকলেই প্রায় এটাওয়া জেলার আশেপাশের গ্রামের বাসিন্দা। সকলেই চতুর্দশী উপলক্ষে কমলেশ্বর মহাদেব মন্দিরে যাচ্ছিলেন পুজো দিতে।


স্থানীয়রা জানান, এই এলাকায় কোনও সেতু না থাকায় নদী পারাপারের একমাত্র পথ হল নৌকা। তাঁদের অভিযোগ, বেআইনিভাবে বহু নৌকা যাতায়াত করে। অনেক ক্ষেত্রে ক্ষমতার চেয়ে বেশি মানুষ ও ভার নিয়ে নদী পার করে নৌকাগুলি।


এছাড়া, অনুমতি না থাকা সত্ত্বেও মোটরসাইকেলের মত দ্বিচাকার বাহনও নৌকায় চাপিয়ে দেওয়া হয় হামেশাই। ফলত, বিপদের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়।


অতীতে, বেআইনি নৌ-পারাপার নিয়ে একাধিক অভিযোগ প্রশাসনের দরজায় পৌঁছেছে। প্রশাসন ব্যবস্থা নিয়েছিল। কিন্তু, কঠোর পদক্ষেপ না নেওয়ায় অবৈধ নৌ-চলাচল ফের রমরমিয়ে শুরু হয়ে যায়।