নয়াদিল্লি: সাজ-পোশাক থেকে বাচনভঙ্গি নিয়ে এতদিন বিরোধীরা কটাক্ষ করতেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী তথা বিজেপি-র অভিজ্ঞ নেতা ভজনলাল শর্মার একটি মন্তব্য এই মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। প্রিয় অভিনেতা কে জানতে চাইলে, তিনি প্রধানমন্ত্রী মোদির নাম নিচ্ছেন বলে একটি ভিডিও সামেন এসেছে। এমন সুযোগ হাতছাড়া করেননি বিরোধীরাও। একযোগে প্রধানমন্ত্রী মোদি এবং ভজনলালকে নিশানা করছেন তাঁরা। যদিও বিজেপি-র দাবি, ভিডিওটি বিকৃত করা হয়েছ বলে। (Bhajan Lal Sharma)


এবারে বলিউডের International Indian Film Academy (IIFA) অনুষ্ঠানের আয়োজন হয়েছে রাজস্থানের জয়পুরে। রবিবার সেখানে জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভজনলাল নিজে।  সেখান থেকে তাঁর একটি ভিডিও সামনে এসেছে, যাতে মুখ্যমন্ত্রীর প্রিয় অভিনেতা কে, জানতে চান সাংবাদিকরা। দেখা যায়, উত্তর এড়িয়ে যাওয়ার পরিবর্তে হাসিমুখে উত্তর দেন, "নরেন্দ্র মোদিজি।" ভিডিওটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সর্বত্র। আর সেই নিয়েই ময়দানে নেমে পড়েছেন বিরোধীরা। (Narendra Modi)


রাজস্থান প্রদেশ কংগ্রেসের সভাপতি গোবিন্দ সিংহ দোতাসরার কথায়, 'আমরা তো সেই কবে থেকে বলে আসছি...যে মোদিজি নেতা নন, অভিনেতা। দেরিতে হলেও, বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীরাও বলতে শুরু করেছেন যে মোদিজি কোনও জননেতা নন, একজন অভিনেতা। ক্যামেরা, টেলিপ্রম্পটার, কস্টিউম, জনমোহিনী ভাষণ সম্পর্কে অগাধ গজ্ঞান ওঁর'। ভজনলালকে ট্যাগ করে কংগ্রেস নেতা পবন খেরা সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'ভজনলালজি আপনি ঠিক বলেছেন। প্রধানমন্ত্রী মোদি ভাল অভিনেতা। কিন্তু আপনার কি মনে হয় না যে কখনও কখনও উনি অভিনয়টা একটু বেশি করে ফেলেন?' 



অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টিও সোশ্যাল মিডিয়ায় ভজনলালের ওই মন্তব্যের ভিডিও পোস্ট করে। তারা লেখে, 'বিজেপি-র মুখ্যমন্ত্রী এবং নেতারা নিজেরাই মনে করেন যে, দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চেয়ে বড় অভিনেতা না কখনও ছিল, না কখনও দেখা যাবে'। যদিও বিজেপি-র মুখপাত্র লক্ষ্মীকান্ত ভরদ্বাজের দাবি, প্রিয় অভিনেতা নয়, প্রিয় Hero-কে জানতে চাওয়া হয়েছিল ভজনলালের কাছে। ভিডিওটি বিকৃত করা হয়েছে বলেও দাবি করেন লক্ষ্মীকান্ত। ওই ভিডিও-র সত্যতা যাচাই করেনি ABP Ananda. 


সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও সামনে এসেছে, তাতে গ্রিন কার্পেটের উপর দিয়ে হেঁটে যেতে দেখা যায় ভজনলালকে। সেই সময় সাংবাদিকরা বার বার করে তাঁকে জিজ্ঞেস করেন, "স্যর, আপনার প্রিয় অভিনেতা কে?" প্রশ্ন শুনে দাঁড়িয়ে পড়েন ভজনলাল। হাসিমুখে উত্তর দেন, "নরেন্দ্র মোদিজি।" সঙ্গে সঙ্গে হাসির রোলও ওঠে। সেই ভিডিও-টি নিয়েই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। 


জয়পুরে আয়োজিত IIFA নিয়েও প্রশ্ন উঠছে। ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য় রাজ্য সরকার ১০০ কোটি টাকা খরচ করেছে বলে অভিযোগ কংগ্রেসের, যার মধ্যে ৩০ কোটি গিয়েছে রাজ্যের পর্যটন বিভাগের তহবিল থেকে। দরিদ্র মানুষের টাকা কেন বলিউডের অনুষ্ঠানে ঢালা হবে, প্রশ্ন তুলেছে হাতশিবির।