কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : সোমবার থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে 'আজাদ কাশ্মীর' দেওয়াল লিখন ঘিরে বিতর্ক তুঙ্গে। কোথাও 'আজাদ কাশ্মীর'-এর দাবি, কখনও 'ফ্রি প্যালেস্তাইন' স্লোগান। কোথাও আবার দেওয়াল লিখল মণিপুর, হাসদেও, জোশীমঠ, এমনকী দেউচা পাঁচামির প্রসঙ্গেও।
রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া
এই নিয়ে গতকাল থেকেই আপত্তি উঠেছিল বিভিন্ন মহল থেকে। তৃণমূল থেকে বিজেপি, কড়া সমালোচনা করেছিল দুই পক্ষই। 'বিপথগামী ছেলেমেয়েদের ব্যবস্থা' নেওয়ার কথা বলেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । আর বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের মুখে শোনা গিয়েছিল, 'জেএনইউয়ের কায়দায় ঠান্ডা' করে দেওয়ার হুঁশিয়ারি। আর এবার আজাদ কাশ্মীরের সমর্থনে পিডিএসএফের স্লোগান নিয়ে স্বতঃপ্রণোদিত এফআইআর রুজু করে তদন্ত শুরু করল পুলিশ।
মামলা রুজু করেছে যাদবপুর থানার পুলিশ
১১ দিন ধরে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্য়ালয়। সেখানেই এবার নতুন করে বিতর্ক দানা বাঁধে দেওয়াল লিখন ঘিরে। যাদবপুর ক্যাম্পাসে, প্রযুক্তি ভবনের ৩ নম্বর গেট দিয়ে ভিতরে ঢুকেই, চোখে পড়ে এই দেওয়াল লিখন। দেওয়াল লিখনের পাশেই কার্ল মার্ক্সের একটি ছবি রয়েছে। দেওয়ালের অন্যদিকে লেখা রয়েছে PDSF। ছাত্র সংগঠন প্রোগ্রেসিভ ডেমোক্র্যাটিক স্টুডেন্টস ফেডারেশন এই দেওয়াল লিখনের বিষয়টি স্বীকারও করে নিয়েছে। যদিও তাদের দাবি, দেওয়াল লিখনটি প্রায় দেড়-দুই বছর আগেকার। অন্যদিকে, এই সংগঠনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে যাদবপুর থানার পুলিশ।
পুলিশ কী করছে
পুলিশ সূত্রের খবর, পিডিএসএফ সদস্যদের নামের তালিকা তৈরি করছে পুলিশ। অপরাধমূলক ষড়যন্ত্র, বিচ্ছিন্নতাবাদী কাজে উস্কানির অভিযোগে মামলা করা হয়েছে। আজাদ কাশ্মীরের সমর্থনে লেখা স্লোগানের ছবি তুলে সিজ করেছে পুলিশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের রাজনৈতিক চর্চা নিয়ে প্রশ্ন এবং বিতর্ক বহুদিনের। সেই বিতর্ক আবার নতুন করে দানা বাধল একটা দেওয়াল লিখন ঘিরে।
আরও পড়ুন :
হার্ট অ্যাটাক থেকে স্ট্রোক রুখে দেবে ভ্যাকসিন ! সোনালি দিনের দোরগোড়ায় আমরা?