কোটা: অ্যাম্বুল্যান্স না মেলায় ঠেলা গাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন এক ব্যক্তি। করোনা অতিমারীর মধ্যেই চিকিৎসার চূড়ান্ত গাফিলতির ফলে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে রাজস্থানের কোটায়।


খবরে প্রকাশ, রামপুরা কোতওয়ালি এলাকার অন্তর্গত কোভিড-১৯ হটস্পট বলে চিহ্নিত ফতেগারির নিবাসী বছর ৬৫-র ওই ব্যক্তি সোমবার বাথরুমে পড়ে যান। তিনি আস্থামাতেও ভুগছিলেন।


তাঁকে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুল্যান্স ডাকেন পরিবারের সদস্যরা। কিন্তু, অভিযোগ, এক-ঘণ্টা ধরে চেষ্টা করা সত্ত্বেও কোনও অ্যাম্বুল্য়ান্স মেলেনি। বাধ্য হয়ে, রোগীকে প্রায় ২ কিলোমিটার লাদপুরা পর্যন্ত ঠেলা গাড়ি করে নিয়ে যাওয়া হয়।


কোনওমতে, ওই বৃদ্ধকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃতের স্ত্রী ও ছেলের অভিযোগ, হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানেও কোনও চিকিৎসা করা হয়নি।


এপ্রসঙ্গে, কোটার প্রধান স্বাস্থ্য আধিকারিককে প্রশ্ন করা হলে তিনি জানান, ওই এলাকায় অ্যাম্বুল্যান্স ছিল। তবে, ঠিক কী ঘটেছে তা তদন্ত করে দেখা হবে।