কলকাতা: করোনা আবহে ফের খোঁচা রাজ্যপালের। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে জগদীপ ধনকড়ের ট্যুইট, বাংলার মানুষের ওপর নজর দিন। ভাষণ না দিয়ে তাঁদের যন্ত্রণা লাঘব করার চেষ্টা করুন। পরিস্থিতি খতিয়ে দেখছে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। এটা রাজ্যপাল বা কেন্দ্রকে দোষারোপ করার সময় নয়। বাহাদুরি না করে পরিস্থিতির ওপর নজর দিন। দোষ খোঁজা, দোষারোপ করা বা দায় এড়ানোর চেষ্টা বন্ধ করে মানুষের পাশে দাঁড়ান। এই গভীর সঙ্কট থেকে মুক্তি পেতে কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। এক্ষেত্রে দেশের থেকে রাজ্যকে বিচ্ছিন্ন করার চেষ্টা - অসাংবিধানিক ও সময়োপযোগী নয়।



মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা নিয়ে রাজ্যপালকে চিঠি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল সাংসদের চার পাতার ওই চিঠিতে বলা হয়েছে, করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গোটা প্রশাসন যখন লড়াই করছে, তখন তিনি রাজ্যপাল পদের অপব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আক্রমণ করছেন। এটা প্রমাণ করছে, তিনি ভারতীয় জনতা পার্টির আদর্শে অনুপ্রাণিত। এই চ্যালেঞ্জের মোকবিলায় প্রধানমন্ত্রী যখন সমস্ত রাজ্যকে একজোট হয়ে লড়াই চালানোর বার্তা দিচ্ছেন, তখন রাজ্যপাল শত্রুমনোভাবাপন্ন আচরণ করছেন।