নয়াদিল্লি: স্ত্রীর সেবা করার জন্য আগে আগাম অবসর নেওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু সেই সুযোগ আর পেলেন না। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যেই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন স্ত্রী। রাজস্থানের কোটার ঘটনা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
ফুল -মালা-মিষ্টিতে তখন চলছে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান। পাশেই বসেছিলেন অসুস্থ স্ত্রী। হঠাৎই বদলে গেল ছবিটা। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে যখন সবাই সবাই মিষ্টি খাওয়াতে ছবি তুলতে ব্যস্ত, সেই সময় ঘটে গেল অঘটন। সেন্ট্রাল ওয়্যারহাউসিং কর্পোরেশনের ম্যানেজার পদে কর্মরত ছিলেন দেবেন্দ্র স্যান্ডাল। হৃদযন্ত্রের সমস্যার জেরে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তাঁর স্ত্রী টিনা। স্ত্রীকে সেবার করার জন্য আগাম অবসরের সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু সেই সুযোগটাও পেলেন না। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের দিন, দেবেন্দ্র পাশে বসেই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন টিনা।
শাস্ত্রী নগরের দাদাবাড়ি এলাকায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, টিনা চেয়ারে বসে হাসছেন। তাঁর গলায় গাঁদার মালা এবং হাতে ফুলের তোড়া। তার স্বামীও তার পাশে দাঁড়িয়ে আছেন। কিন্তু, হঠাৎ করেই তাঁর মাথা ঘোরা শুরু হয় এবং তিনি তাঁর স্বামীকে তার স্বাস্থ্যের কথা জানান। তিনি বলেন, "আমার মাথা ঘুরছে।" সঙ্গে সঙ্গে তাঁর স্বামী তাঁকে আবার চেয়ারে বসিয়ে দেন। তাঁর পিঠে হাত বুলিয়ে দিতে শুরু করেন। অন্যদের জল দিতেও বলেন। দেখা যায় চেয়ারে বসে থাকলেও ক্রমেই সামনের দিকে ঝুঁকে পড়ছেন। এক সময় চেয়ারে বসেই টেবিলের উপর মুখ থুবড়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Manipur Situation: বড়দিনে নতুন করে তপ্ত মণিপুর, দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মুখ্যমন্ত্রী বললেন...