Rajasthan political crisis live updates: স্পিকারের বিধায়ক পদ খারিজ সংক্রান্ত নোটিসের বিরুদ্ধে রাজস্থান হাইকোর্টে পায়লট, অনুগামী ১৮ এমএলএ, শুনানি বেলা তিনটেয়

উপ মুখ্যমন্ত্রীর সঙ্গে ঝামেলার মধ্যেই মুখ্যমন্ত্রী অশোক গেহলট আজ সর্বদল বিধায়ক বৈঠক ডেকেছেন। তাঁর অভিযোগ, বিজেপি রাজস্থানের কংগ্রেস বিধায়কদের প্রলুব্ধ করার চেষ্টা করছে কিন্তু তাঁরা একজোট রয়েছেন।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 16 Jul 2020 02:19 PM

প্রেক্ষাপট

নয়াদিল্লি: সম্ভবত আজই বিজেপিতে যোগ দেবেন কংগ্রেসের বিদ্রোহী নেতা, রাজস্থানের উপ মুখ্যমন্ত্রী সচিন পাইলট। গতকাল তিনি দেখা করেছেন কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে। জয়পুরে ফিরে গিয়ে মুখ্যমন্ত্রী...More

বিদ্রোহী সচিন পায়লটের বিধায়ক পদ খারিজ করা হোক, কংগ্রেসের এই দাবির পরিপ্রেক্ষিতে রাজস্থান বিধানসভার স্পিকার সি পি জোশীর দেওয়া নোটিসের বিরুদ্ধে রাজস্থান হাইকোর্টে গেলেন সচিন স্বয়ং। সচিনের পাশাপাশি তাঁর অনুগামী ১৮ বিধায়কের সদস্যপদও খারিজ করার দাবি তুলেছে কংগ্রেস। তাঁরাও এর বিরুদ্ধে আবেদন করেছেন হাইকোর্টে। বিষয়টি বেলা তিনটেয় উঠবে আদালতে। সচিনকে উপমুখ্যমন্ত্রী পদ থেকে সম্প্রতি বরখাস্ত করা হয়েছে। স্পিকারের দেওয়া নোটিসের প্রেক্ষিতে তাঁকে ও সমর্থক বিধায়কদের শুক্রবার পর্যন্ত সময় দেওয়া হয়েছিল জবাব পাঠানোর। তবে তার আগেই আইনি লড়াইয়ের রাস্তায় গেলেন তাঁরা। কংগ্রেস সূত্রে দাবি করা হয়েছে, দলীয় হুইপ অগ্রাহ্য করে সচিন ও অনুগামী এমএলএ-রা পরিষদীয় বৈঠকে যোগ দেননি।