বোকারো : করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার ( Odisha train accident ) ঘা এখনও দগদগে। বহু মৃতদেহ এখনও শনাক্ত করা যায়নি। বহু দেহ এখনও ঘরে ফিরছে কফিনবন্দি হয়ে। এরই মধ্যে বড়সড় দুর্ঘটনা এড়াল রাজধানী এক্সপ্রেস ( Rajdhani Express) ।
বড় দুর্ঘটনা এড়াল রাজধানী
মঙ্গলবার সন্ধ্যায় নতুন দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস (ট্রেন নং 22812) ঝাড়খণ্ডের সানথালডিহ রেলওয়ে ক্রসিংয়ের কাছে একটি বড় দুর্ঘটনা এড়াল। রেল গেট ও লাইনের মাঝে ছিল একটি ট্র্যাক্টর। আর সেই সময়ই লাইন ধরে পের হওয়ার কথা রাজধানী এক্সপ্রেসের। আর একটু হলেই ঝাড়খণ্ডের বোকারোতে ঘটে যেত একটি বড় ট্রেন দুর্ঘটনা !
ভোজুডিহ রেলওয়ে স্টেশনের কাছে সাঁথলডিহ রেল ক্রসিংয়ে ঘটনাটি ঘটে। ট্রাক্টরটি রেলওয়ে ট্র্যাক এবং গেটের মধ্যে আটকে ছিল। সেই সময় ট্রেনটি পেরোনার সময় ট্রাক্টরটিকে দেখে ব্রেক কষে থামিয়ে দেয়। নইলে কী ঘটতে পারত সহজ অনুমেয়।
তড়িঘড়ি ব্রেক কষে রক্ষা
সংবাদমাধ্যম পিটিআইকে দক্ষিণ পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনের ডিআরএম মনীশ কুমার জানিয়েছেন, "বোকারো জেলার ভোজুডিহ রেলওয়ে স্টেশনের সানথালডিহ রেল ক্রসিংয়ে একটি ট্র্যাক্টর রেল গেটে ধাক্কা মেরে আটকে পড়ে। তবে, ট্রেনের চালক দূর থেকে সেটিকে দেখতে পেয়ে তড়িঘড়ি ব্রেক কষেন এবং ট্রেন থামিয়ে দেওয়া হয়, যে কোনও বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত" ।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার বিকেল ৪.৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। জানাা গিয়েছে, ট্রেন আসার খবরে গেট ম্যান গেট ফেলতে দেরি করেন, ততক্ষণে একটি ট্রাক্টর এসে পৌঁছায়। এর মধ্যে ট্রেনও এসে যায় । তখন ট্রাক্টর চালক কোনও ক্রমে গাড়ি রেখে পালিয়ে যায়। ভোজুডিহ স্টেশনের আধিকারিকরা এই খবর পেয়েই ছুটে আসেন। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ডাকা হয় আরপিএফকে।
অনেক চেষ্টার পর ট্রাক্টরটিকে সরানো হয়। এরপর বিকেল ৫.২৭ মিনিটে ট্রেনটি ভুবনেশ্বরের উদ্দেশ্যে ছেড়ে যায়। আদ্রা মণ্ডলের সিনিয়র ডিসিএম বিকাশ কুমার জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে, গেটম্যানের অবহেলাই এমন ঘটনাার কারণ হিসেবে মনে করা হচ্ছে। তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তী কী ব্যবস্থা নেওয়া হয় তা জানাা যাবে শীঘ্রই। তবে ঘটনায় কেউই হতাহত হননি। ট্রেনটি ভুবনেশ্বরে পৌঁছয়।
এখনও করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা ক্ষত তাজা। কেউ এখনও প্রিয়জনকে খুঁজে পাননি, জানেন না তিনি জীবিত না মৃত। কেউ আবার মর্গে গিয়ে জানতে পেরেছেন, তাঁর কাছের মানুষটার দেহ অন্য় কেউ নিয়ে চলে গেছে!! বালেশ্বরে রেল দুর্ঘটনার পর এরকমই অভিজ্ঞতার সাক্ষী হচ্ছে বহু পরিবার। এত মৃতদেহ রাখার জায়গা না থাকায়, পারাদ্বীপ থেকে শীতাতপ নিয়ন্ত্রিত কন্টেনার নিয়ে এসেছে ভুবনেশ্বর এইমস কর্তৃপক্ষ। এরই মধ্যে বড় দুর্ঘটনা এড়াল রাজধানী এক্সপ্রেস।