চেন্নাই: করোনাভাইরাস মোকাবিলায় প্রত্যেক সেলিব্রিটি কিছু না কিছু করছেন। সকলেই সরকারকে কোনও না কোনও ভাবে সাহায্য করে চলেছেন। কেউ রাজ্য এবং কেন্দ্রীয় তহবিলে আর্থিক অনুদান দিচ্ছেন, তো কেউ আবার এই দুর্দিনে কাজ হারানো কর্মী ও দিনমজুরদের সহায়তায় এগিয়ে এসেছেন।


লকডাউনের জেরে একেবারে স্তব্ধ ফিল্ম ইন্ডাস্ট্রিও। এর ফলে, বহু ছোটখাটো অভিনেতাদের স্বাভাবিক জীবনযাপনে আঁধার নেমে এসেছে। অনেকেই রোজের ভিত্তিকে কাজ করে আয় করেন। এখন লকডাউনের জেরে সব কাজ শিকেয় উঠেছে। দিনমজুরদের পাশাপাশি এঁদের জীবনও দুর্বিষহ হয়ে উঠেছে।


এই পরিস্থিতিতে স্থানীয় সংগঠনের সহায়তায় এগিয়ে এলেন দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত। তিনি সিদ্ধান্ত নিয়েছেন নদীগর সঙ্গমের সদস্যদের জন্য আনাজের ব্যবস্থা তিনি কবরেন। জানা গিয়েছে, ওই সংগঠনের সদস্য প্রায় এক হাজার অভিনেতাকে তিনি আনাজ ও প্রয়োজনীয় সামগ্রী দেবেন।


সম্প্রতি, ইন্টারনেটে নিজেদের দুরবস্থা ডানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন এই সংগঠনের কয়েকজন সদস্য। এরপরই এদের সহায়তায় এগিয়ে আসেন রজনীকান্ত। তিনি ছাড়াও রাঘব লরেন্স, শিবকার্তিকেয়ণ, বিশাল সহ একাধিক অভিনেতারা আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন।


এর আগে, দক্ষিণ ভারত ফিল্ম এমপ্লেয়িজ ফেডেরেশনকে ৫০ লক্ষ টাকা অনুদান দিয়েছিলেন রজনী। এখানে বলে রাখা দরকার, অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানার রাজ্য সরকারকে আর্থিক সাহায্য করেছেন দক্ষিণের বহু অভিনেতা। সেই তালিকায় রয়েছেন পবন কল্যাণ, রাম চরণ, চিরঞ্জীবী, মহেশবাবু, জুনিয়র এনটিআর, প্রভাস, ভেঙ্কটেশ, নাগার্জুন, রাণা দগ্গুবতী।