প্রতিরক্ষামন্ত্রী সোমবার মস্কো রওনা হওয়ার আগে ট্যুইট করেন, তিনদিনের সফরে মস্কো যাচ্ছি। রাশিয়া যাত্রা ভারত-রাশিয়া কৌশলগত ও প্রতিরক্ষা বোঝাপড়া আরও গভীর করে তোলার সুযোগ দিয়েছে আমায়। মস্কোয় ৭৫-তম বিজয় দিবসের কুচকাওয়াজেও থাকব।
চিনের সঙ্গে সীমান্ত সংঘাত বহাল থাকা সত্ত্বেও রাশিয়া সঙ্গে দীর্ঘ কয়েক দশকের সামরিক সম্পর্কের কথা মাথায় রেখেই এই প্রতিরক্ষামন্ত্রী সফরে রওনা হয়েছেন বলে সরকারি অফিসাররা জানিয়েছেন। তাঁরা বলেছেন, রুশ-ভারত সামরিক সহযোগিতা আরও চাঙ্গা করায় জোর দিয়ে শীর্ষ রুশ সামরিক কর্তাদের সঙ্গে দফায় দফায় আলোচনাও করতে পারেন রাজনাথ।
প্রস্তাবিত সামরিক প্যারেডে যোগ দিতে ৭৫ সদস্যের ভারতীয় সামরিক বাহিনী ইতিমধ্যে মস্কো পৌঁছে গিয়েছে। সেখানে চিন সহ অন্তত ১১টি দেশের সামরিক জওয়ানদের পাশেই প্যারেডে সামিল হবেন ভারতীয় জওয়ানরা।
প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, ভারত ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের যে বিশেষ ও সুবিধাপ্রাপ্ত কৌশলগত পার্টনারশিপ আছে, তাকে পুষ্ট করবে প্রতিরক্ষামন্ত্রীর সফর। এও বলেছে, বিজয় দিবসের কুচকাওয়াজে ভারতের যোগদান হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়া ও অন্য দেশগুলির বলিদানের প্রতি শ্রদ্ধা নিবেদন। তখন ভারতীয় সেনারাও সামিল হয়ে চরম আত্মত্যাগ করেছিলেন।