জানেন? নোকিয়ার এই হ্যান্ডসেটের সঙ্গে আর একটি ফোন ফ্রি!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Jun 2020 11:58 AM (IST)
তবে এই অফার এখানকার গ্রাহকদের জন্য নয়, ফিলিপিনসের জন্য।
নয়াদিল্লি: নোকিয়া নিয়ে এসেছে চমকপ্রদ অফার। একটি স্মার্টফোনের সঙ্গে আর একটি ফোন বিনা মূল্যে দিচ্ছে তারা। নোকিয়া ৭.২-এর সঙ্গে নোকিয়া সি১ একদম ফ্রি। তবে এই অফার এখানকার গ্রাহকদের জন্য নয়, ফিলিপিনসের জন্য। এছাড়া স্মার্টফোনের কেসও দেওয়া হচ্ছে বিনা মূল্যে। এতেই শেষ নয়, গ্রাহকরা ফ্রিতে পাবেন একটি হুডিও। দেখে নিন নোকিয়া ৭.২-র বৈশিষ্ট্য এই ফোনে ৬.৩ ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে আছে। কাজ করে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসরে। র্যাম পাওয়া যাবে ৬জিবি পর্যন্ত। এতে ব্যাটারি রয়েছে ৩৫০০ এমএএইচ। এসডি কার্ড দিয়ে ৫১২জিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে। নোকিয়া ৭.২-এ এমপি আর ৫ এমপি-র সেন্সর রয়েছে। সেলফির জন্য রয়েছে ২০ মেগাপিক্সলের ক্যামেরা। নোকিয়া সি১-এর বৈশিষ্ট্য নোকিয়া সি১-এ ৫.৪৫ ইঞ্চি FWVGA IPS ডিসপ্লে রয়েছে। এই ফোন পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ৯ পাই গো এডিশনে। এতে ১.৩ জিএইচজেড কোয়াড কোর প্রসেসর ছাড়া ১জিবি র্যাম রয়েছে। সঙ্গে ১৬জিবি মেমোরি। এসডি কার্ড দিয়ে ৬৪জিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে। এতে রয়েছে ৫ মেগা পিক্সল রিয়ার ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা রয়েছে ৫ মেগা পিক্সল। সঙ্গে রয়েছে ২৫০০ এমএএইচ ব্যাটারি।