নয়াদিল্লি : বহু প্রতীক্ষিত 'অপারেশন সিঁদুর' নিয়ে আলোচনা শুরু হল সংসদে। এদিন লোকসভায় এই আলোচনার শুরু করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আর আলোচনার শুরুতেই বিরোধীদের নিশানা করলেন তিনি। এই বিষয়ে আলোচনার জন্য বিরোধীদের কী প্রশ্ন হওয়া উচিত তা তুলে ধরেন রাজনাথ। সুর চড়িয়ে বিরোধীদের উদ্দেশে প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য, "বিরোধী দলের কিছু সদস্য জিজ্ঞাসা করছেন যে, আমাদের কতগুলি বিমান মাটিতে গুলি করে নামানো হয়েছে। আমার মনে হয়, তাঁদের প্রশ্ন আমাদের জাতীয় আবেগের সঙ্গে যায় না। তাঁরা আমাদের জিজ্ঞাসা করেননি যে আমাদের সশস্ত্র বাহিনী কতগুলি শত্রু-বিমান গুলি করে নামিয়েছে। যদি তাদের প্রশ্ন করতেই হয়, তাহলে সেটা হল ভারত জঙ্গিদের ঘাঁটি ধ্বংস করেছে কি না, এবং তার উত্তর হল, হ্যাঁ... যদি আপনার কোনও প্রশ্ন থাকে, তাহলে সেটা হল, অপারেশন সিন্দুর সফল হয়েছে কি না। তার উত্তর হল, হ্যাঁ। জঙ্গিদের মাথা কি নিকেশ হয়েছে ? হ্যাঁ। যদি আপনার কোনও প্রশ্ন থাকে, তাহলে জিজ্ঞাসা করুন: এই অভিযানে আমাদের কোন সাহসী জওয়ান কি আহত হয়েছেন ? উত্তর হল, না, আমাদের কোনও জওয়ান আহত হননি।" Rajnath Singh