LIVE UPDATES: সাড়ে ৫ ঘণ্টা ধরে দীপিকাকে জিজ্ঞাসাবাদ এনসিবির

দীপিকা-করিশ্মা প্রকাশকে মুখোমুখি বসিয়ে করা হতে পারে জিজ্ঞাসাবাদ, দাবি সূত্রের....

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 26 Sep 2020 11:18 PM

প্রেক্ষাপট

মুম্বই: ড্রাগ তদন্তে আজ এনসিবির মুখোমুখি হতে চলেছেন অভিনেত্রী রকুলপ্রীত সিংহ ও দীপিকা পাড়ুকোনের ম্যানেজার করিশমা প্রকাশ। গতকাল হায়দরাবাদ থেকে মুম্বই ফেরেন রকুলপ্রীত। আগামীকাল দীপিকার পাশাপাশি, এনসিবির কাছে হাজিরা দেবেন...More

ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর বাড়ি পৌঁছে গেলেন দীপিকা। জিজ্ঞাসাবাদের জন্য ফের ডাকা হতে পারে তাঁকে, খবর সূত্রের।