LIVE UPDATES: সাড়ে ৫ ঘণ্টা ধরে দীপিকাকে জিজ্ঞাসাবাদ এনসিবির

দীপিকা-করিশ্মা প্রকাশকে মুখোমুখি বসিয়ে করা হতে পারে জিজ্ঞাসাবাদ, দাবি সূত্রের....

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 26 Sep 2020 11:18 PM
ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর বাড়ি পৌঁছে গেলেন দীপিকা। জিজ্ঞাসাবাদের জন্য ফের ডাকা হতে পারে তাঁকে, খবর সূত্রের।
এনবিসির জিজ্ঞাসাবাদ শেষ, বাড়ির পথে দীপিকা। এনসিবি দফতর থেকে বাড়ির পথে দীপিকার গাড়ি ঘিরে বাইকে সওয়ার বাউন্সার।
দীপিকাকে এনসিবির জিজ্ঞাসাবাদ শেষ। সাড়ে ৫ ঘণ্টা ধরে দীপিকাকে এনসিবির জিজ্ঞাসাবাদ। এখনও শ্রদ্ধা কপূর, সারা আলি খানকে জিজ্ঞাসাবাদ চলছে।
সারা জানিয়েছেন, কেদারনাথ ছবির শ্যুটিংয়ের সময় সুশান্তের সঙ্গে তাঁর প্রেম শুরু হয়। শ্যুটিংয়ের পর সুশান্তের কেপ্রি হাউসের বাড়িতে তাঁর সঙ্গে থাকতে গিয়েছিলেন তিনি। ৫ দিনের জন্য তাঁরা থাইল্যান্ডের কোহ সামুই দ্বীপে গিয়ে পার্টি করেন। তিনিও বলেছেন, শ্যুটিংয়ের সময় সুশান্ত ড্রাগ নিতেন।
শ্রদ্ধা বলেছেন, সুশান্তকে ভ্যানিটি ভ্যানে এমনকী কখনও কখনও সেটেও তিনি ড্রাগ নিতে দেখেছেন। সারা ড্রাগ সংক্রান্ত প্রশ্নের জবাব দিতে রাজি নন।
নার্ভাস হয়ে পড়েছেন সারা কিন্তু শ্রদ্ধা নিজের বক্তব্যে স্থির যে তিনি ড্রাগ নেন না।
দীপিকার দাবি, মাল মানে ড্রাগ নয়, অন্য কিছু। হোয়াটসঅ্যাপ চ্যাটে অন্য কিছুর কথা বলেছিলেন তিনি। তবে গাঁজার বদলে হাশিশ চাওয়ার ব্যাপারে তিনি কোনও সাফাই দেননি। এনসিবি এ ব্যাপারে তাঁকে জেরা করছে।

এনসিবির ডেপুটি ডিরেক্টর কেপিএস মালহোত্রা শ্রদ্ধা ও সারাকে জেরা করছেন। দীপিকা ও করিশ্মাকে জিজ্ঞাসাবাদ করছেন এনসিবির অন্যান্যরা। জানা যাচ্ছে, এই জিজ্ঞাসাবাদ দীর্ঘ সময় ধরে চলবে। দীপিকাকে চা, বিস্কুট দেওয়া হয়, তিনি চা খান। চ্যাটের কথা স্বীকার করলেও ড্রাগ নেওয়ার কথা মানেননি তিনি।
গ্রেফতার করা হল ধর্মা প্রোডাকশনের এক্সিকিউটিভ প্রডিউসার ক্ষিতিজ প্রসাদকে।
এনসিবির জেরায় দীপিকার প্যানিক অ্যাটাক হয়েছে। বেশ কয়েকবার ভেঙে পড়েন তিনি। এনসিবি তাঁকে চা অফার করে।
শ্রদ্ধা জানিয়েছেন, ছিছোরে ছবির পর যে পার্টিতে তিনি যান তাতে ড্রাগ নেওয়া হচ্ছিল। সুশান্ত নিজে ড্রাগ নিতেন। তবে তিনি নিজে ড্রাগ নেন না বলে তাঁর দাবি।
কেদারনাথ ছবির সেটে সুশান্ত সিংহ রাজপুত ড্রাগ নিতেন। জানালেন সারা আলি খান। তবে দীপিকা, সারা ও শ্রদ্ধা তিন নায়িকাই ড্রাগ নেওয়ার কথা অস্বীকার করেছেন। তবে দীপিকা স্বীকার করেছেন ড্রাগ চ্যাটের কথা।
অবশেষে ড্রাগ চ্যাটের কথা স্বীকার করলেন দীপিকা, খবর এনসিবি সূত্রের।
কিছু প্রশ্নের জবাবে চুপ করে রয়েছেন দীপিকা। ড্রাগ সংক্রান্ত প্রশ্নের জবাব ভুলভাল দিচ্ছেন।
দীপিকা কিছু প্রশ্নের উল্টোপাল্টা জবাব দিচ্ছেন, তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে। সন্তোষজনক জবাব দিচ্ছেন না তিনি।
১২টার আগেই এনসিবি অফিসে এলেন শ্রদ্ধা কপূর।
এনসিবি গেস্ট হাউসে এলেন করিশ্মা।
দীপিকাকে এনসিবির প্রশ্ন
• নিজের মোবাইল নাম্বার বলুন। কতদিন ধরে এই ফোন ব্যবহার করছেন?
• ২০১৭-তেও এই নাম্বারই ছিল?
• করিশ্মা কতদিন ধরে আপনার ট্যালেন্ট ম্যানেজার?
• আপনার সঙ্গে তিনি কোথায় কোথায় শ্যুটিংয়ের জন্য গিয়েছেন?
• ২০১৭-য় কোকো ক্লাবের পার্টি অর্গানাইজ কে করেন? তাতে যোগ দেন কোন কোন ফিল্মস্টার?
• করিশ্মার সঙ্গে যে চ্যাট নিয়ে বিতর্ক, তার ব্যাপারে বলুন। অমিত এবং শেল কে, তাঁদের কীভাবে জানেন?
• ওই চ্যাটে আপনি হ্যাশ চাইছিলেন। মালের ব্যাপারে কথা বলছিলেন। ব্যাখ্যা দিন।
• ড্রাগ চাইছিলেন কেন? হ্যাশ মানে কী, আপনি কি হাশিশ ড্রাগের কথা বলছিলেন?
• কার জন্য হ্যাশ চাইছিলেন?
• ড্রাগ নিজের কাছে রাখার জন্য চাইছিলেন না অন্য কাউকে সাপ্লাই করতেন?
• আপনি কি ড্রাগ নেন? যদি নেন, তবে কি কখনও কখনও নেন বা বিশেষ কোনও সময়ে? প্রথম ড্রাগ কবে নিয়েছেন?
• কোয়ানের সঙ্গে আপনার কবে থেকে সম্পর্ক, তা কি এখনও রয়েছে? কোয়ানের সঙ্গে সম্পর্ক হওয়ার পর থেকে যতদিন তা ছিল, ততদিনই কি করিশ্মা আপনার ট্যালেন্ট ম্যানেজার ছিলেন? না আগে আর কেউ ছিলেন?
• করিশ্মা কতবার আপনাকে ড্রাগ এনে দিয়েছেন? কোন পেডলারদের থেকে তিনি ড্রাগ আনান আপনি জানেন?
• আপনি কি কোনও ওষুধ খান? যদি খান, কোন চিকিৎসক দেখান?
• আপনি জয়া সাহাকে চেনেন? হ্যাঁ হলে কবে দেখা হয়েছিল? কেন দেখা হয়েছিল?
• প্রযোজক মধু বর্মাকে চেনেন? চিনলে কবে থেকে?
• আপনি জানেন, ড্রাগ নেওয়া বা তার কেনাবেচা অপরাধ?
• চ্যাটে যদি ড্রাগ চেয়ে থাকেন, তবে তার দাম কীভাবে দিয়েছিলেন? ড্রাগ ডেলিভারি কবে হয়েছিল?
• আপনার কটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট? কটা ডেবিট কার্ড ব্যবহার করেন? বেশিরভাগ পেমেন্ট করেন কোন কোন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে?
দীপিকাকে জেরা করছেন এনসিবির বিশেষ তদন্তকারী দলের ৫ আধিকারিক। রয়েছেন ১ মহিলা অফিসারও। দীপিকার ফোন নিয়ে নিল এনসিবি।
করিশ্মা এখনও পৌঁছননি এনসিবি অফিসে।
দীপিকার ফোন নিয়ে নিল এনসিবি।
শ্রদ্ধা কপূর ও সারা আলি খান এনসিবির সামনে হাজির হতে আরও খানিকটা সময় চাইলেন। ঠিক হয়েছে, শ্রদ্ধা আসবেন বেলা ১২টায় ও সারা ১২.৩০-এ।
বেলা ১০টা বাজার আগেই এনসিবি অফিসে দীপিকা। এনসিপি অফিস ঘুরে নিরাপত্তা ব্যবস্থা দেখে গেলেন সারার দেহরক্ষীরা।
সারা ও শ্রদ্ধার ব্যাপারে সুশান্তের খামারবাড়ির প্রাক্তন ম্যানেজার, বোটম্যান ও ড্রাইভার তিনজনেই বলেছেন। এঁদের বিরুদ্ধে ড্রাগ নেওয়ার অভিযোগ রয়েছে। শ্রদ্ধাকে তলব করা হয়েছে বেলা ১০টায়। বেলা ১১টায় হাজির হতে বলা হয়েছে সারা আলি খানকে। প্রথমে এঁদের জেরা করবে মুম্বই এনসিবি। তারপর দিল্লির সিট জিজ্ঞাসাবাদ করবে।
সারা আলি খান ও শ্রদ্ধা কপূরকে অবশ্য আজ জেরা করা হবে মুম্বইয়ের এনসিবি অফিসে। প্রথমে জানতে চাওয়া হবে সুশান্ত সিংহ রাজপুত সংক্রান্ত তথ্য, কারণ এঁদের নাম রিয়া তাঁর বয়ানে নিয়েছেন।
প্রথমে দীপিকাকে একা জিজ্ঞাসাবাদ করবে এনসিবি। যদি তাদের মনে হয়, তিনি মিথ্যে বলছেন, তখন করিশ্মার মুখোমুখি বসানো হবে। এই জেরা চলবে এনসিবি গেস্ট হাউসে।
ড্রাগ নিয়ে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা সামনে এসেছে, তার অ্যাডমিন দীপিকা। জানা গিয়েছে, গ্রুপে শুধু তিনজন ছিলেন, দীপিকা, করিশ্মা ও জয়া সাহা। করিশ্মা স্বীকার করেছেন, চ্যাটের ডি মানে দীপিকাই।
করিশমা ৮ বছর ধরে দীপিকার সঙ্গে কাজ করছেন।
শনিবার সকালের খবর:
ড্রাগ কাণ্ডে আজ এনসিবির সামনে হাজিরা দেবেন বলিউডের সব থেকে ‘দামী’ নায়িকা দীপিকা পাড়ুকোন। দীপিকা ও তাঁর ম্যানেজার করিশ্মা প্রকাশকে মুখোমুখি বসিয়ে জেরা করবে এনসিবি। জানা গিয়েছে, ২০১৭-য় ড্রাগ নিয়ে দীপিকার সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটের কথা করিশ্মা স্বীকার করেছেন কিন্তু দাবি করেছেন, তিনি ড্রাগ নেন না, শুধু সিগারেট খান। আরও বলেছেন, দীপিকা অত্যন্ত স্বাস্থ্যসচেতন, তিনি ড্রাগ নেন না।
কাল সকাল ১০টায় দীপিকা, সাড়ে দশটায় শ্রদ্ধা-সারার হাজিরা, প্রয়োজনে তলব কর্ণ জোহরকেও: সূত্র




বলিউডের ড্রাগ-যোগের তদন্তে কাল দীপিকার হাজিরা। আগামীকাল সকাল ১০ টায় এনসিবি দফতরে দীপিকার হাজিরা। সকাল ১০.৩০ মিনিটে এনসিবি দফতরে শ্রদ্ধা-সারার হাজিরা। ড্রাগ-যোগের তদন্তে প্রয়োজনে তলব কর্ণ জোহরকেও, দাবি সূত্রের। করিশ্মা প্রকাশের মুখোমুখি বসানো হতে পারে দীপিকাকে। দীপিকা-করিশ্মা প্রকাশকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ, দাবি সূত্রের। ‘জিজ্ঞাসাবাদে দীপিকার সঙ্গে চ্যাটের কথা কবুল করিশ্মার। চ্যাটের কথা মানলেও ড্রাগ নেওয়ার কথা অস্বীকার। দীপিকা খুব স্বাস্থ্য সচেতন, কখনও ড্রাগ নেননি, এনসিবির জিজ্ঞাসাবাদের মুখে দাবি করিশ্মার। এমনটাই দাবি সূত্রের। ধর্মা প্রোডাকশনের ইপি ক্ষিতিজের বাড়িতে মাদকের হদিশ, দাবি সূত্রের। ক্ষিতিজ ছাড়াও অনুপম চোপড়াকেও এনসিবির জিজ্ঞাসাবাদ।

ড্রাগ-চ্যাট, গ্রুপের অ্যাডমিন দীপিকা




করিশ্মার সঙ্গে ড্রাগ-চ্যাট, গ্রুপের অ্যাডমিন দীপিকা! মাদক-যোগের তদন্তে চাঞ্চল্যকর তথ্য এনসিবির হাতে। চ্যাট গ্রুপ ছিলেন শুধু দীপিকা-জয়া সাহা-করিশ্মা প্রকাশ, দাবি সূত্রের। ‘২০১৭-য় এই চ্যাটেই করিশ্মার কাছে মাদক চান দীপিকা। দীপিকার মাদক-যোগের তদন্তে এমনই দাবি এনসিবির‘, দাবি সূত্রের। ইডির কাছ থেকে পাওয়া চ্যাটের সূত্রে তদন্তে এনসিবি।
এনসিবির জেরায় রাকুলপ্রীত রিয়া চক্রবর্তীর সঙ্গে ড্রাগ চ্যাটের কথা স্বীকার করেছেন। তবে তাঁর দাবি, তিনি কখনও ড্রাগ নেননি, বরং রিয়া ড্রাগ চাইতেন।
এনসিবির দল আজ ধর্মা প্রোডাকশনের ডিরেক্টর ক্ষিতিজ প্রসাদের বাড়ি থেকে ড্রাগ উদ্ধার করেছে। এখন ক্ষিতিজকে জেরা করছে তারা।
ড্রাগ-তদন্তে এনসিবি দফতরে হাজিরা অভিনেত্রী রকুলপ্রীত সিং ও দীপিকা পাড়ুকোনের ম্যানেজার করিশ্মা প্রকাশের। গতকাল হায়দরাবাদ থেকে মুম্বই ফেরেন রকুলপ্রীত। ড্রাগ-তদন্তে করণ জোহরের ধর্মা প্রোডাকশনের এক্সিকিউটিভ প্রোডিউসার ক্ষিতীজ রবি প্রসাদকেও আজ ডেকে পাঠিয়েছে এনসিবি। বাড়ি থেকে তাঁকে তুলে নিয়ে যায় এনসিবি।
মাদক-যোগ মামলায় বলিউডের পর এবার এনসিবি-র নজরে ছোট পর্দার তারকারাও। টেলিভিশনের দুই তারকা, অভিগেল পান্ডে, সনম জোহরের নামে দায়ের এফআইআর।
সূত্রের খবর, রণবীর এনসিবি অফিস পর্যন্ত আসতে পারেন কিন্তু জেরার সময় তাঁকে ঘটনাস্থলে থাকতে দেওয়া হবে না। জানা গিয়েছে, দীপিকা একদিন অতিরিক্ত সময় চান। তাই আজকের বদলে আগামীকাল হাজিরা দেবেন তিনি।
ড্রাগ-তদন্তে আগামীকাল এনসিবি-র জিজ্ঞাসাবাদের সময় দীপিকার পাশে থাকতে চেয়ে আবেদন রণবীর সিংয়ের। আবেদনে উল্লেখ, প্রায়শই উদ্বেগ-আতঙ্কে ভোগেন দীপিকা। তখন তাঁর প্যানিক অ্যাটাক হয়। সেই কারণেই জিজ্ঞাসাবাদের সময় স্ত্রীর পাশে থাকার অনুমতি চেয়ে আবেদন জানিয়েছেন রণবীর। ড্রাগ-তদন্তে হাজিরা দিতে বাড়তি একদিন সময় চাওয়ায়, আজকের পরিবর্তে আগামীকাল দীপিকার হাজিরায় সম্মতি এনসিবি-র।

প্রেক্ষাপট

মুম্বই: ড্রাগ তদন্তে আজ এনসিবির মুখোমুখি হতে চলেছেন অভিনেত্রী রকুলপ্রীত সিংহ ও দীপিকা পাড়ুকোনের ম্যানেজার করিশমা প্রকাশ। গতকাল হায়দরাবাদ থেকে মুম্বই ফেরেন রকুলপ্রীত। আগামীকাল দীপিকার পাশাপাশি, এনসিবির কাছে হাজিরা দেবেন সারা আলি খান ও শ্রদ্ধা কাপুর। ড্রাগ-তদন্তে করণ জোহরের ধর্মা প্রোডাকশনের ডিরেক্টর ক্ষিতীজ প্রসাদকেও আজ ডেকে পাঠিয়েছে এনসিবি।

ড্রাগ তদন্তে আজ মুম্বইয়ের তিন জায়গায় মাদক পাচারকারীদের ডেরায় হানা দিয়েছে এনসিবি। চলছে তল্লাশি।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.