Ram Mandir Inauguration Live Updates: সুদূর অস্ট্রেলিয়াতেও রাম মন্দির নিয়ে উন্মাদনা, সিডনির রাস্তায় গাড়ি নিয়ে শোভাযাত্রা
Ayodhya Ram Temple Consecration Live Updates: আর কয়েক ঘণ্টা পরই অযোধ্যায় মূল অনুষ্ঠান। তার আগে সেজে উঠেছে রাম-জন্মভূমি। রং-বেরঙের ফুলে ছেয়ে গিয়েছে অযোধ্যা শহর
অযোধ্যায় কাল রাম মন্দিরের উদ্বোধন। গোটা দেশজুড়ে উৎসবের আবহ। আলোয় সেজেছে বেলুড় মঠ, তারাপীঠের মন্দির। সোমবার সকাল থেকে তারাপীঠ মন্দিরে হবে মহাযজ্ঞ।
সুদূর অস্ট্রেলিয়াতেও রাম মন্দির নিয়ে উন্মাদনা। সিডনির রাস্তায় গাড়ি নিয়ে শোভাযাত্রা। আতসবাজি ফাটিয়ে উদ্যাপন করলেন অস্ট্রেলিয়াবাসী ভারতীয়রা।
রাম নামে মেতেছে গোটা বিশ্ব। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে ক্যালিফোর্নিয়ায় বেরোল ৭০০ গাড়ির র্যালি। বিতরণ করা হল প্রসাদ।
"রামের নাম করে মানুষকে ভয় দেখাবেন না...বলবেন না যে মুহূর্তটা পবিত্র নয়। যেখানে প্রভু রাম আছেন, সেখানেই পবিত্রতা। তাঁবু থেকে মন্দিরে আসছেন রাম। গর্ভগৃহ নির্মাণ সম্পূর্ণ। এটা শুধু রাম মন্দিরের নির্মাণ নয়। রাম রাজ্যের দিকে এগিয়ে যাচ্ছে দেশ।" মন্তব্য যোগগুরু রামদেবের।
রামমন্দির উদ্বোধনের আগে তামিলনাড়ুর রামেশ্বরমে প্রধানমন্ত্রী। সমুদ্র সৈকতে করলেন প্রাণায়াম। ঘুরে দেখলেন আরিচল মুনাই পয়েন্ট। কথিত আছে, এখান থেকেই রামসেতুর শুরু। আগামীকাল দুপুরে রাম মন্দিরের উদ্বোধন করবেন মোদি।
কাল অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। কলকাতাতেও তুঙ্গে উন্মাদনা। বউবাজারে যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রাম মন্দির উদ্বোধনের দিন হেল্পলাইন নম্বর চালু করল বঙ্গ বিজেপি। এক্স হ্যান্ডলে বঙ্গ বিজেপির তরফে পোস্ট করে লেখা হয়েছে, ২২ জানুয়ারি কোনও জায়গায় রাম মন্দির নিয়ে কর্মসূচি করতে গিয়ে কোনও বাধা পেলে বা কোনও অপ্রীতিকর ঘটনার আইনি সহযোগিতার জন্য কল করুন হেল্পলাইন নম্বরে। নম্বরটি হল 7605026115
সরযূ তীরের অযোধ্যায় আস্ত একটা পাহাড়। নামও বেশ বাহারি--মণি পর্বত। লোকশ্রুতি, সীতার আবদারে রামের নির্দেশে, জটায়ু মণিমুক্তোভরা পাহাড় দাক্ষিণাত্য থেকে নিয়ে এসেছিলেন এখানে। কাল পাহাড় সাজবে দীপের আলোয়। ইতিমধ্যে সেখানে ভিড় বাড়াচ্ছেন ভক্তরা।
আলিপুরদুয়ার টু অযোধ্যা। জয়গাঁও থেকে সাইকেল চালিয়ে অযোধ্যায় এলেন ঋষিরাজ সনাতন। টানা ১২ দিনের সফরের ধকল, তাও উন্মাদনা তুঙ্গে।
সুপারস্টার রজনীকান্ত থেকে নায়িকা কঙ্গনা রানাওয়াত, অভিনেত্রী শেফালি শাহ থেকে অভিনেতা বিবেক ওবেরয়, রণদীপ হুডা। রাম মন্দির উদ্বোধনের আগে অযোধ্যার ঔজ্জ্বল্য বাড়াচ্ছেন তারকারা। চলে এসেছেন সুরকার অনু মালিক, শঙ্কর মহাদেবন, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলেও।
প্রাণ-প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দিতে একে একে পৌঁছালেন দক্ষিণের তারকা অভিনেতা রজনীকান্ত ও জন সেনা প্রধান পবন কল্যাণ।
আগামীকাল অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। আলোয় ঝলমল করছে গোটা শহর। লখনৌ পৌঁছলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে।
'ভারতের তো বটেই, পৃথিবীর নায়ক রামচন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বে দেশে রামযুগ ফিরে এসেছে', বললেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি।
তামিলনাড়ুতে রামমন্দির উদ্বোধনের সরাসরি সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে বলে অভিযোগ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। হিন্দুবিরোধী, ঘৃণ্য পদক্ষেপ বলে দাবি। অভিযোগ অস্বীকার তামিলনাড়ু সরকারের।
অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনে আমন্ত্রিত অভিনেতা মনোজ জোশী। বললেন, "আমার পূর্বপুরুষ নিশ্চয়ই পুণ্য করেছিলেন। তাই আজ রামমন্দিরের উদ্বোধনে যাওয়ার আমন্ত্রণ পেয়েছি। অযোধ্যা বরাবরের মতোই উৎসবমুখর।"
রাত পোহালেই অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন। এবার ছুটিঘোষণা হিমাচল প্রদেশ সরকারের। সরকারি ছুটির ঘোষণা হল।
রাত পোহালেই অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন। তার আগে নেপালের জনকপুরে মা জানকীর মন্দিরে বিশেষ পুজো।
রাত পোহালেই রামমন্দিরের উদ্বোধন। উত্তরপ্রদেশের লখনউয়ে পৌঁছলেন রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। কাল প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে হাজির থাকবে।
রামমন্দির উদ্বোধনের দিন অর্ধদিবস ছুটি ঘোষণা করেও পিছু হটল দিল্লির AIIMS. সারাদিন OPD খোলা থাকবে, সমালোচনার মুখে পড়ে সিদ্ধান্ত।
রামমন্দির উদ্বোধনের দিন ছুটিঘোষণাকে চ্যালেঞ্জ আদালতে। মহারাষ্ট্রে পড়ুয়াদের তরফে বম্বে হাইকোর্টে মামলা। এভাবে ছুটিঘোষণা স্বেচ্ছাচারিতার পরিচয়, দাবি তাঁদের।
সোমবার 'ড্রাই ডে' অসমে, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। কোনও রেস্তরাঁয় দুপুর ২টো পর্যন্ত আমিষ খাবার নয়। মাছ-মাংসের দোকান খোলা যাবে না বিকেল ৪টে পর্যন্ত, জানালেন তিনি।
রাত পোহালেই রামমন্দিরের উদ্বোধন অযোধ্যায়। তার আগে, তামিলনাড়ুর ধনুষকোড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রামসেতুর নির্মাণস্থলে প্রাণায়াম প্রধানমন্ত্রীর।
মহাকাশ থেকেও এবার অযোধ্যার রামমন্দিরের দর্শন মিলল। ভারতের নিজের কৃত্রিম উপগ্রহ রামমন্দিরের ছবি ক্যামেরাবন্দি করল।
নেপাল থেকেও আগমন পুণ্যার্থীদের। ভিড় বাড়ছে অযোধ্যায়। রাত পেরোলেই রামমন্দিরের উদ্বোধন।
রামমন্দির উদ্বোধনের আমেজ ব্রিটেনেও। হিন্দু মন্দিরের প্রধান পুরোহিত নরেশ সরস্বত জানালেন, সোমবার সেখানে আরতি, মন্ত্রপাঠ এবং বিশেষ পুজো রয়েছে। প্রসাদ বিতরণের পাশাপাশি ব্যবস্থা করা হয়েছে লঙ্গরের।
অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন। তার আগে, মুম্বইয়ের ওরলিতে বিরাট মিছিল। গেরুয়া পতাকা হাতে রাস্তায় মহিলারাও।
সোমবার 'রামলালা'র মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা। রামচন্দ্রের জন্য ছয় ফুটের খড়ম বানালেন এক পুণ্যার্থী।
প্রেক্ষাপট
অযোধ্যা: রামজন্মভূমি আন্দোলন দিয়ে সূচনা, তার পর দীর্ঘ সাত দশকেরও বেশি সময় ধরে আইনি টানাপোড়েন। অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন আর কয়েক ঘণ্টার অপেক্ষামাত্র। রামমন্দিরের উদ্বোধন ঘিরে সাজ সাজ রব অযোধ্যা-সহ গোটা উত্তরপ্রদেশেই। 'রামলালা' অর্থাৎ ভগবান রামচন্দ্রের শিশুকালের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন হাজার হাজার মানুষ। বিশেষ দিনকে ঘিরে প্রস্তুতিপর্ব প্রায় শেষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে সোমবার মন্দিরের উদ্বোধন এবং 'রামলালা'র মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা। অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্টজনেরাও।
আর কয়েক ঘণ্টা পরই অযোধ্যায় মূল অনুষ্ঠান। তার আগে সেজে উঠেছে রাম-জন্মভূমি। রং-বেরঙের ফুলে ছেয়ে গিয়েছে অযোধ্যা শহর। রাস্তার মোড়ে মোড়ে ফুল দিয়ে তৈরি করা হয়েছে হাতি, ধনুক-সহ বিভিন্ন মূর্তি। রাম মন্দিরের মূল প্রবেশদ্বারের উল্টোদিকে, কিছুদূর গেলেই রাম জন্মভূমির কর্মশালা। তার কাছেই রয়েছে যজ্ঞশালা। রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার জন্য এখানেই রাজসূয় যজ্ঞের ব্যবস্থা করা হয়েছে। তৈরি হয়েছে ১ হাজার ৮টি যজ্ঞকুণ্ড।
মন্দির উদ্বোধনের আয়োজন যেমন বিশাল, নিরাপত্তার বহরও সেই রকম। এরই মধ্যে মন্দিরের জন্য আনা হয়েছে ৪০০ কেজি ওজনের তালা-চাবি। শুক্রবারই মন্দিরে এসেছে ২ হাজার ৪০০ কেজি ওজনের ঘণ্টা। এদিন দেখা গেল ৪০০ কেজির তালা। উত্তরপ্রদেশের আলিগড়ের কারিগররা ৬ মাস ধরে এই তালা-চাবি তৈরি করেছেন। রাম মন্দির উদ্বোধন উপলক্ষে হায়দরাবাদ থেকে এসেছে একটি লাড্ডু, যার ওজন ১ হাজার ২৬৫ কেজি। দৈত্যাগার এই প্রসাদী লাড্ডু তৈরি করেছে শ্রীরাম কেটারিং সার্ভিসেস নামে একটি সংস্থা। হায়দরাবাদ থেকে অযোধ্যায় এই লাড্ডু আনতে সময় লেগেছে তিন দিন।
ইতিমধ্যেই বেদিতে স্থাপন করা হয়েছে রামলালাকে। শুক্রবারই হয়েছে নেত্রমেলন। তার আগেই রামলালার মূর্তির ছবি ভাইরাল হয়ে যাওয়ায় ক্ষুব্ধ প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস। তাঁর দাবি,
প্রাণপ্রতিষ্ঠার আগে রামের মূর্তির চোখ উন্মোচিত করা হবে না। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে রামলালার মূর্তির চোখ দেখা যাচ্ছে। তা আসল নয় বলে দাবি করেছেন প্রধান পুরোহিত। কীভাবে রামলালার মূর্তির ছবি ভাইরাল হল, তা নিয়ে তদন্ত হওয়া উচিত বলে তিনি জানিয়েছেন।
রাম মন্দির উদ্বোধনের আগে শুক্রবার থেকে সাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে রামলালার দর্শন। উদ্বোধনের পর মঙ্গল বা বুধবার থেকে সাধারণের জন্য খুলে যাবে মন্দিরের দরজা উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে। লোহার ব্যারিকেড বসানো হয়েছে রাম জন্মভূমি পথে। জোরদার করা হয়েছে মন্দিরের নিরাপত্তা। মন্দিরের নিরাপত্তায় করা হয়েছে অত্যাধুনিক ব্যবস্থা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ অযোধ্যায় আসছেন। VVIP ও দেশ-বিদেশের অতিথিদের আসার আগেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা শহর। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে সবকিছু দেখভাল করছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -