লখনউ: উদ্বোধনের একবছর পূর্তিতে উত্তরপ্রদেশের অযোধ্যায় নির্মিত রামমন্দিরের নতুন ছবি সাড়া ফেলে দিল। ছবিতে মন্দির চত্বরে আরও কয়েকটি নতুন মন্দির নির্মাণের দৃশ্য ধরা পড়েছে। আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দিরে, 'রামলালা'র মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার এক বছর পূর্তি। তার আগে নির্মাণকার্যের ছবি সকলের সঙ্গে ভাগ করে নিল 'শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র'। (Ram Mandir New Shrines)
'শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র' সোশ্যাল মিডিয়ায় নির্মাণকার্যের ছবি পোস্ট করে। ওই পোস্টে লেখা হয়, 'শ্রী রাম জন্মভূমি মন্দিরে শ্রীরাম লালা বিরাজমান হওয়ার এক বছর পূর্ণ হতে চলেছে। ওই দিনটি সমারোহের সঙ্গে পালনের প্রস্তুতি চলছে। পাশাপাশি, মন্দির নির্মাণের চূড়ান্ত পর্যায়ের কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। মন্দির চত্বরে নির্মীয়মান শিবমন্দির, সূর্যমন্দির, দুর্গামাতা মন্জির, গণেশ মন্দির, অন্নপূর্ণা মন্দির এবং হনুমান মন্দিরের মধ্যে কিছু মন্দিরের রূপ স্পষ্ট ফুটে উঠেছে। শেষ পর্যায়ের কাজ চলছে'। (Ram Temple Shrine Pics)
২২ জানুয়ারির পরিবর্তে আগামী ১১ জানুয়ারি রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠার মুহূর্ত উদযাপন করবে 'শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র'. পৌষ শুক্ল দ্বাদশী বলেই ওই দিন বাছা হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, রামমন্দিরের শিখর নির্মাণের কাজও জোরকদমে এগিয়ে চলেছে। মন্দিরের প্রধান শিখরটির নির্মাণ হচ্ছে এই মুহূর্তে, যা বহু দূর থেকেও দেখা যাবে। যে ছয়টি অন্য মন্দিরের কথা বলা হয়েছে, তার কাঠামোও প্রায় প্রস্তুতি। কয়েকটির কাজ প্রায় শেষ।
রাম মন্দির নির্মাণ সংগঠনের তরফে নৃপেন্দ্র মিশ্র কাজকর্ম খতিয়ে দেখছেন। দ্রুতগতিতে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হলেও, গুণমানের দিকও সমান নজর রাখা হচ্ছে বলে জানান তিনি। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আপাতত প্রস্তুতি শুরু হয়েছে জোরকদমে। মহা সমারোহে রামমন্দিরের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হবে।
এ বছর ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রামমন্দিরে, 'রামলালা'র মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠায় একেবারে অগ্রভাগে ছিলেন। ৫০০ বছর পর তাঁর হাত ধরে অযোধ্যায় ভগবান রামের প্রত্যাবর্তন ঘটল বলে দাবি করেন বিজেপি সমর্থকরা। মহা সমারোহে সেই অনুষ্ঠান সম্পন্ন হয়। রাজনীতিক থেকে মায়ানগরীর তারকা, তাবড় শিল্পপতিও ওই অনুষ্ঠানে অংশ নেন।