নয়াদিল্লি: আজ রামনবমী। সারা দেশে শুরু হয়েছে উৎসব। ভগবান রামের জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন কোণায় শুরু হয়েছে উৎসব, নানা অনুষ্ঠান। বাংলা থেকে ভারতের নানা রাজ্যে বিভিন্ন মন্দিরে পুজো দেওয়ার জন্য ভিড় দেখা যাচ্ছে।


প্রধানমন্ত্রীর শুভেচ্ছা:
এদিন রামনবমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি লিখেছেন, ত্যাগ, তপস্যা, সংযম এবং সংকল্পের উপর তৈরি ভগবান শ্রী রামচন্দ্রর জীবন সব যুগেই মানবকার প্রেরণাশক্তি। 


 






শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি:
এর আগে রামনবমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশবাসীকে জীবনে ভগবান রামের আদর্শ মেনে চলার পরামর্শ দিয়েছিলেন তিনি। 


শুভ মুহূর্ত:
বৃহস্পতিবার রামলালা মন্দিরে দুপুর ১২টা থেকে রামনবমীর (Ram Navami 2023) অনুষ্ঠান শুরু হবে। সকালে ১১টা বেজে ৩৫মিনিটে শুভ সময় শুরু। চলবে দুপুর ১টা পর্যন্ত। এরপর আরও একটি মুহূর্ত রয়েছে। দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত তা চলবে।


 রামনবমী (Ram Navami) । ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের জন্মদিন হিসেবে দেখা হয় এই তিথিকে। রামচন্দ্রকে শ্রী কৃষ্ণের সপ্তম অবতার (7th incarnation of Lord Vishnu) হিসেবে দেখা হয়। চৈত্র মাসের শুক্ল নবমী তিথিতে পালিত হয় এই উৎসব। চৈত্র মাসের নবরাত্রির (Chaitra Navratri) নবম দিনে রামনবমী উদযাপিত হয়। এই দিন পুজো-আচ্চার পাশাপাশি ভক্তরা উপবাসও রাখেন। মহাঅষ্টমীর পরের দিন রাম নবমী পালিত হয়। 


কীভাবে পালিত হচ্ছে : 
১.  রামনবমীতে রামায়ণ পাঠ হয়। 
২.  ভক্তরা রামস্তোত্র পাঠ করেন। 
৩. কীর্ত্তন গাওয়া হয়। 
৪.  রামচন্দ্রের মূর্তিতে মাল্যদান করা হয়। বাড়িতেও শ্রীরামের মূর্তি সাজানো হয়। 


পুজোর বিধি  (items needed for Puja)
১. পুজোর সব সামগ্রী নিয়ে পাঠে বসুন।  
২. তুলসি পাতা রাখতে ভুলবেন না। রাম পুজোয় পদ্ম নিবেদন করবেন।  
৩.  ষোড়শ উপাচারে এই পুজো হয়ে থাকে।
৪.  ক্ষীর ও ফল প্রসাদ হিসেবে নিবেদন করুন।  
৫.  কপালে তিলক কাটতে হবে।


 


আরও পড়ুন: পাসপোর্ট সূচকে নেমে গেল ভারতের স্থান, কেন দুর্বল হল ভারতীয় পাসপোর্ট?