কলকাতা: কিছুদিন আগেই শেষ হল রামকমল মুখোপাধ্য়ায় পরিচালিত ছবি' বিনোদিনী'র শ্য়ুটিং। আর শ্য়ুটিং শেষে কলকাতা ছাড়লেন পরিচালক। তাই পরিচালকের উদ্দেশ্য় বিশেষ বার্তা দিলেন রুক্মিণী মৈত্র। যদিও এইমুহূর্তে বিদেশে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী। সেখান থেকেই তিনি রামকমলের সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করে লেখেন, 'শ্য়ুটিংয়ের সময় আমরা একসঙ্গে হেসেছি, কেঁদেছি, প্রতিটি মুহূর্ত উদযাপন করেছি। আমাদের স্বপ্নকে সত্য়ি করার জন্য় তোমাকে ধন্য়বাদ। তুমি শহর ছেড়ে যাচ্ছ, কিন্তু তোমার সঙ্গে কাটানো মুহূর্তের স্মৃতি আমার মনে থেকে যাবে।'


প্রসঙ্গত, শ্যুটিং শেষের সময়ও নিজের ইন্সটাগ্রামে আবেগভরা পোস্ট শেয়ার করেছিলেন অভিনেত্রী। তিনি লিখেছিলেন, বিনোদিনী' জুড়ে রয়েছে হাজার হাজার কথা আর লক্ষ লক্ষ স্মৃতির ভিড়। কোথা থেকে এর গল্প শুরু করব বুঝতে পারছি না। শ্যুটিং শেষের খবর শেয়ার করতে গিয়ে আমি চোখের জল আটকাতে পারছি না। শ্য়ুটিং-এর সফর এতটাই কঠিন ছিল যে কেউ কল্পনাও করতে পারবে না। কিন্তু আজ স্বপ্ন বাস্ববে পরিণত হয়েছে। আমি বিশ্বাস, নম্রতা,বিশ্বাস এবং কৃতজ্ঞতায় মাথা নত করি শুধুমাত্র এই আশায় যে বিশ্ব দেখতে পাবে যে নারীরা চাইলে কী না করতে পারে। একজন নারী ইস্পাতের চেয়ে শক্তিশালী হতে পারে, হীরের চেয়ে চকচকে হতে পারে এবং মহাসাগরের চেয়েও গভীর হতে পারে তার হৃদয়।'


আরও পড়ুন...


Chitrangda Singh on Vikrant: বিক্রান্তকে হিরো নয়, অন্য় এক ভূমিকার দেখতে চান চিত্রাঙ্গদা


টিম 'বিনোদিনী'র উদ্দেশে তিনি আরও লেখেন, 'বিনোদিনী শুধু আমি নই, বিনোদিনী সব সময় আমরা থাকব!'


শুরুর এক মাসের মাথাতেই বন্ধ করতে হয়েছিল শ্যুটিং। পরিচালক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন টিমের অধিকাংশ সদস্য ভাইরাল জ্বরে আক্রান্ত। সকলের দ্রুত আরোগ্য কামনা করে পোস্টও করেছিলেন রাম কমল। গোটা এক সপ্তাহের জন্য স্থগিত রাখা ছিল 'বিনোদিনী একটি নটীর উপাখ্যান' ছবির শ্যুটিং। পরিচালক রাম কমল মুখোপাধ্যায়ের পোস্টেই স্পষ্ট হয়েছিল, ছবির টিমের বড় অংশ ভাইরাল ফিভার ও ইনফেকশনে আক্রান্ত। অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্রও।


নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সিনেমার মুখ্য অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন রাম কমল। ক্যাপশনে লিখেছিলেন, 'টিম 'বিনোদিনী একটি নটীর উপাখ্যান', দ্রুত সেরে ওঠো! তোমরা প্রত্যেকে যোদ্ধা এবং এটা তোমরা করে দেখাবেই। দুর্ভাগ্যবশত কাস্ট ও ক্রিউ সদস্যদের সিংহভাগ শ্যুটে ভাইরাস আক্রান্ত হয়েছেন। রুক্মিণী মৈত্র সহ আমার পুরো ডিরেক্টোরিয়াল টিম, আমার আর্ট ডিপার্টমেন্ট, কস্টিউম ডিপার্টমেন্ট ও হেয়ার-মেকআপ টিম সকলেই একটা ভাইরাল অ্যাটাক ও জ্বরে ভুগছে। সকলেরই চিকিৎসা চলছে এবং সকলেই সতর্কতা মেনে চলছেন যাতে দ্রুত কাজে ফিরতে পারেন তাঁরা। সকলের দ্রুত আরোগ্য কামনা করছি। দয়া করে আমার টিমের জন্য প্রার্থনা করবেন। হরি গুরু, গুরু হরি।'